OTP কি ? ব্যাবহার

সহজ ভাষায় ওটিপি হলো ৪টি অথবা ৬টি সংখ্যায় এর নাম্বার এটি আপনার ফোনের মোবাইল নম্বরে sms করে অথবা আপনার ইমেইল আইডি তে mail করে পাঠিয়ে থাকে বিভিন্ন অনলাইন ট্রানজেকশন অথবা লগ ইন করার জন্য অথবা ভ্যারিফাই করার জন্য পাঠিয়ে থাকে।

এবং ওই OTP নম্বর টি ওই ওয়েবসাইটে আপনাকে লিখতে হবে তাহলেই ট্রানজেকশন অথবা লগ ইন অথবা যেকোনো ধরনের ভেরিফিকেশন করা সম্ভব হয়।

উদাহরণ:

কিছু কিছু ওয়েবসাইট লগইন করার জন্য পাসওয়ার্ড এর পরিবর্তে ওটিপি এর ব্যবহার করে ।

ধরুন আপনি মোবাইল নাম্বারটি ওই ওয়েবসাইটে লিখলেন এবং সাবমিট করার পরেই আপনার ওই মোবাইলের নম্বরে একটি ওটিপি নাম্বার পাঠিয়ে দেবে ওয়েবসাইট থেকে এবং আপনাকে ওটিপি নাম্বারটি ওয়েবসাইটের একটি জায়গায় লিখে সাবমিট করতে বলবে।

এরপর আপনাকে মোবাইল দিয়ে মেসেজটি খুলে দেখতে হবে এবং ওটিপি নাম্বার দেই মেসেজের মত থেকে বের করে ওই ওয়েবসাইটের লিখতে হবে এবং সাবমিট অথবা লগিং বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার একাউন্ট লগইন হয়ে যাবে।

এভাবেই আপনি যতবার এই অ্যাকাউন্টটি খুলতে চাইবেন ততোবারই ঐরকম ওটিপি এর প্রয়োজন হবে।

দ্বিতীয় উদাহরণ হল ধরুন আপনি কোন ব্যাংকের ট্রানজেকশন করছেন ওই সময়ে অতিরিক্ত সিকিউরিটির জন্য আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠাতে পারে ওই ব্যাংকের তরফ থেকে এবং আপনি ওটিপি লিখলেই আপনার ট্রানজেকশন সফল হবে।

আবার বিভিন্ন ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য ওটিপি পাঠিয়ে থাকে।

একইভাবে আপনি যদি ইমেইল আইডি ব্যবহার করেন তাহলে ওটিপি ইমেল আইডি তেও এসে থাকতে পারে।

যদিও মোবাইল নাম্বারে ওটিপি সবথেকে বেশি পাঠিয়ে থাকে অধিক সিকিউরিটির জন্য ।

কারন আপনার ইমেইল আইডি যেকোনো সময় অন্য কেউ হাতিয়ে নিতে পারে কিন্তু আপনার মোবাইল নাম্বার আপনার কাছেই থাকবে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *