PEC এর পূর্ণরূপ কি? – PEC কি?

PEC এর পূর্ণরূপ হলো : প্রাইমারি এডুকেশন কমপ্লিশন (Primary Education Completion) । এছাড়াও PECE ও বলা হয় যার যার পূর্ণরূপ হলো : প্রাইমারি এডুকেশন কমপ্লিশন এক্সামিনেশন (Primary Education Completion Examination) ।

1. প্রাইমারি এডুকেশন কমপ্লিশন (PEC) কি?

প্রাইমারি এডুকেশন কমপ্লিশন এক্সামিনেশন (PECE) পরীক্ষা হল বাংলাদেশের একটি জাতীয় পরীক্ষা যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং প্রাথমিক বিদ্যালয়ে তাদের পঞ্চম বর্ষের শেষের দিকে সমস্ত ছাত্ররা এই পরীক্ষা নেয় ।

PECE চালু করা হয়েছিল 2009 সালে এবং এর মাদ্রাসা সমতুল্য ইবতেদায়ি 2010 সালে চালু করা হয়েছিল।


এছাড়াও PEC এর আরো পূর্ণরূপ হলো :

  • দ্য প্রজেক্ট অ্যান্ড ইকুইপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (The Project and Equipment Corporation of India Ltd)
  • প্রফেশনাল এডুকেশন সেন্টার (Professional Education Center)
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *