- pH হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ।
- দ্রবনে দ্বারা মূলত হাইড্রজেন আয়নের ঘনত্বকে pH দ্বারা বোঝানো হয় ।
- pH কে H + আয়ন ঘনত্বের ঋণাত্মক লগারিদম হিসাবে সংজ্ঞায়িত করা হয়।
- কোনাে দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের (H+) ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম ঐ দ্রবণের pH বলা হয়।
pH = -log[H+]
কোনো দ্রবনের pH এর মান এর ওই দ্রবণটি অ্যাসিড অথবা ক্ষারের তীব্রতা প্রকাশ করে।
দ্রবণে pH এর মান ০ থেকে ১৪ পর্যন্ত হয়। যদি দ্রবনের pH এর মান শুন্য হয় তাহলে ওই দ্রবণটি হলো তীব্র অ্যাসিড এবং দ্রবনের pH এর মান যদি ১৪ হয় তাহলে ওই দ্রবণটি তীব্র ক্ষার হবে।
- pH স্কেলে ০ থেকে ৭ এর মধ্যে pH এর মানকে অ্যাসিডিক বলে।
- pH স্কেলে ৭ থেকে ১৪ এর মধ্যে pH এর মানকে ক্ষার বলা হয়।
- এবং pH এর মান যদি ৭ হয় তা না অ্যাসিড না ক্ষার দ্রবণ প্রকাশ করে।
০ থেকে ৭ অ্যাসিডিক দ্রবনের মধ্যে , ০ হলো সব থেকে তীব্র অ্যাসিড এবং ৭ pH এর কম pH থাকা দ্রবণ হলো মৃদু অ্যাসিড এর উদাহরণ।
কোনো দ্রবনের pH এর মাত্রা ৭ হলে ওই দ্রবণ অ্যাসিড অথবা ক্ষার কোনোটাই হয়না।
এবং কোনো দ্রবনের pH যদি ৭ এর বেশি এবং ১৪ পর্যন্ত হয় তাহলে ওই দ্রবণটি ক্ষার হয়। ৭ হলো সবথেকে মৃদু খাঁর এবং ১৪ হলো সবথেকে তীব্র ক্ষার।