কোনটি সেরা গেম, পাবজি নাকি ফ্রী ফায়ার? কোনটি ভালো

কোনটি সেরা গেম, পাবজি নাকি ফ্রী ফায়ার_

পাবজি নাকি ফ্রী ফায়ার কোটি সেরা? এটা নিয়ে প্রায়ই PUBG (player unknown battleground) ও free fire যারা খেলেন ওদের মধ্যে তর্ক হয়েই থাকে। তাই অনেকেই গুগলে সার্চ করে জানতে চায় আসলে কোন গেমটি সেরা (best)।

আজকে আপনার এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের কিছু তথ্য দেবো । সেইসঙ্গে আমার কিছু মতামত দেবো । যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোন গেম টি ভালো।

ডিভাইস (Device)

পাবজি গেম খেলার জন্য খুব ভালো মোবাইল ফোনের দরকার পড়বে।

ফ্রী ফায়ার খেলার জন্য তুলনামূলকভাবে কম দামের মোবাইল হলেও চলে যায়।

তাই ডিভাইসের দিক দিয়ে ফ্রী ফায়ার হলো বিজেতা কারণ এটি সব ফোনের মধ্যে খেলা যায়

গ্রাফিক্স

গ্রাফিক্সের দিক দিয়ে PUBG অনেক পরিষ্কারভাবে ঘর গাছপালা এবং বাকি সবকিছুই খুব সুন্দর ভাবে পাবজি মোবাইল গেমের মধ্যে দেখতে পাওয়া যায়। কারণ পাবজি মোবাইল গেমটি ফ্রী ফায়ার এর তুলনায় অনেক বেশি GB। তাই সেই অনুযায়ী গ্রাফিক্স ও হয়।

ফ্রী ফায়ার গেমের গ্রাফিক্স পাবজি তুলনায় কতটা পরিষ্কার নয় সেই সঙ্গে ফ্রি ফায়ারের গ্রাফিক্স কিছুটা কার্টুনিস্ট টাইপের। আমার মতে ফ্রী ফায়ার এর সাইজ অনুযায়ী গ্রাফিক্স ঠিকঠাক বলা যেতে পারে।

যেহেতু দুটি গেমের সাইজ কম বেশি তাই গ্রাফিক্স নিয়ে তুলনা করা ঠিক নয়। কারণ সাইজ অনুযায়ী দুটি গেমের এই গ্রাফিক্স ভালো।

কিন্তু যদি তুলনা করা হয় তাহলে পাবজি গ্রাফিক্স ফ্রি ফায়ার গেম এর তুলনায় অনেক ভালো।

গ্রাফিক্সের দিক দিয়ে PUBG ভালো ফ্রী ফায়ারের তুলনায়।

ম্যাপ

PUBG এর ম্যাপ অনেক বড়ো। বড়ো ম্যাপের জন্য অনেক সময় লাগে যদি আপনি শেষ পর্যন্ত টিকে ম্যাচটি জিততে চান। তাহলে ৩০ মিনিটের মতো সময় লাগতে পারে।

Free fire এর ম্যাপ তুলনামূলভাবে অনেক ছোটো । অনেক কম সময় লাগে। যদি আপনি শেষ পর্যন্ত টিকে থেকে খেলাটি জিততে চান তাহলে ১০ থেকে ১৫, মিনিটের মত সময় লাগতে পারে। সেই সঙ্গে সহজেই ম্যাপটি চেনা যায়। ম্যাপ যেহেতু ছোট তাই সহজেই enemy কে খুঁজে পাওয়া যায় ।

তাই মাপের দিক দিয়ে, ফ্রী ফায়ার কেই আগে রাখবো , কারণ free fire অনেক কম সময়ের মধ্যে খেলা শেষ হয় তাই আপনার অনেক সময় বেঁচে যাবে। যদি আপনি ৪ তে ম্যাচ খেলেন তাহলে এবং প্রথম অথবা দ্বিতীয় হন তাহলে ১ ঘন্টা এর মধ্যে খেলা শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু PUBG তে তা সম্ভব নয়। কম সময়়ের মধ্যে বেশি গেম খেললে আশাও পূরণ হয় তাড়াতাড়ি।

বট (Bot)

PUBG তে খেললে আপনি প্রায়ই bot পাবেন। যা খেলার অনুভূতি কে খারাপ করে দে। ১০০ তা প্লেয়ার যদি খেলে তাহলে তার মধ্যে ৬০টি bot পাওয়া যেতে পারে।

ফ্রি ফায়ার এ যদি আপনি নতুন নতুন হন তাহলে bot পাবেন কারণ তখন আপনি খেলা শিখছেন। কিন্তু ধীরে ধীরে আপনার লেভেল যত বাড়বে bot খুবই কম দেখতে পাবেন। বেশিরভাগ player real।

Bot অনুযায়ী ফ্রী ফায়ার ভালো।

Guns

Gun গুলি PUBG তে খুবই সুন্দর। যেগুলি চালানোর সময় একটা সত্যিকারের অনুভূতির মতো। আর এই GUN এর জন্যই আমি PUBG খেলতে চাইবো। খুবই Real type এর মতো। এখানে যখন আপনি প্রথম প্রথম খেলবেন তখন enemy এর গায়ে গুলি ঠিক ভাবে তাকে করা যায় না , প্রচুর recoiling হয়ে থাকে। ধীরে ধীরে যত অভিজ্ঞতা হবে তত recoiling এর সমস্যা কম হবে। এটা আপনার প্রাক্টিক্স এর ওপরে নির্ভর করবে।

ফ্রি ফায়ার এ gun খুব একটা পছন্দের নয়, কারণ এগুলি খুব একটা বাস্তবিক অনুভূতি দেয় না। সেই সঙ্গে আপনি যদি টাকা খরচ করেন তাহলে আলাদা আলাদা damage দেবে এরকম gun নিয়ে খেলতে পারবেন। এগুলি সত্যিই ঠিক নয়। কারণ একজনের কাছে যে বন্দুক থাকবে তা দিয়ে যদি ১০ বার মারে তাহলেও মরবে না আবার যার কাছে ওই স্পেশাল gun আছে তারা ২তো গুলিতে মেরেফেলবে। তাই এটা খুবই unfair .

আমার মতে, PUBG জয়ী gun এর দিক দিয়ে। কারণ সমান সমান বন্দুক হলে তাহলেই তো কে সেরা সেটা ভাবা যাবে। নাহলে fair gameplay বলা যাবেনা।

স্কোপ (Scope)

স্কোপ ব্যাবহার করে PUBG তে সমাজেই দূরের জিনিসকে বোরো করে দেখতে পারবেন।

কিন্তু ফ্রি ফায়ার এ এটা যেন সঠিক ভাবে দেখা যায় না।

তাই স্কোপ এর ক্ষেত্রে PUBG ভালো।

গাড়ি

Pubg তে গাড়ির মধ্যে থেকে বন্দুক চালানো যায়। এবং একটি গাড়ির মধ্যে ৪ জন কেও বসানো যায়।

কিন্তু ফ্রি ফায়ার এর ক্ষেত্রে ৪ জনকে বসানোর মতো গাড়ি নেই। এবং গাড়ির মধ্যে থেকে বন্দুক চালনোও যায়না।

এই দিক দিয়ে PUBG ভালো।

ঘাস

enemy এমন ভাবে ঘাসের মধ্যে লুকিয়ে শুয়ে থাকে আপনি বুঝতে পারবেন না। যা কিছুটা সমস্যার সৃষ্টি করে নতুন প্লেয়ার দের।

ফ্রি ফায়ার এ এভাবে লুকোনোর জায়গা নেই , তাই সহজেই enemy কে খুঁজে পাওয়া যায়।

বাস্তবতা

পাবজি গেম কি পুরো বাস্তবের সঙ্গে মিল রেখে বানানো হয়েছে। তাই এই গেমের মধ্যে যা কিছু হয়ে থাকে তা দেখতে কিছুটা বাস্তবের মতো। এখানে কোনো রকম কোনো অবাস্তবিক জিনিস দেখতে পাবেন না।

ফ্রী ফায়ার গেমটি কার্টুনিস্ট এর মত করে বানানো হয়েছে। এর জন্য গেমের মধ্যে অনেক জিনিসেই দেখতে পাবেন, যা খুবই মজাদার। খুব সহজেই এখান থেকে ওখানে উড়ে যেতে পারবেন লঞ্চ প্যাডের দারা এরকম অনেক মজাদার জিনিস আছে যা ফ্রী ফায়ার কে আকর্ষণীয় করে তুলেছে।

ফ্রী fire বাস্তবিক না হওয়ায় এখানে অনেক কিছুই যুক্ত করা হয়েছে। যার সঙ্গে বাস্তবিক ভাবে কোন মিল নেই কিন্তু গেম টিকে মজাদার বানিয়েছে। যেমন glue wall, জিপ লাইন ,আরো অনেক কিছু।

উপসংহার:-

আমি এর থেকে বেশি তুলনা করতে গেলাম না। কারণ তুলনা করতে গেলে লেখাটি অনেক বড়ো হয়ে যাবে।

pubg মোবাইলের মধ্যে ভালো গ্রাফিক্স ও ভালো গেমের অভিজ্ঞতা দিতে পারে।

আর ফ্রী fire কম গ্রাফিক্স এর মধ্যে low end ফোনে খুব সুন্দর ভাবে চলে যায়। সেইসঙ্গে কম সময়ের মধ্যে খেলা টি শেষ করা যায়।

আর একটি কথা বলে রাখি,যদি আপনি প্রথমে ফ্রী ফায়ার গেমটি খেলেন তাহলে ফ্রী ফায়ার গেমটি আপনার খুবই পছন্দ হবে। তারপর যদি পাবজি মোবাইল গেম খেলতে শুরু করেন তাহলে কারো কারো পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে।

কিন্তু, আপনি যদি প্রথমেই পাবজি মোবাইল গেম খেলেন তারপর থেকে কিন্তু ফ্রী ফায়ার গেমটি যদি ইনস্টল করে খেলেন তাহলে খুব একটা পছন্দ হবে না। অনেকেই খেলতে চাইবে না।

অনেক ফ্রি ফায়ার প্লেয়ার আছেন, যাদের ভালো ফোন থাকা সত্ত্বেও PUBG খেলে না তারা ফ্রি ফায়ার খেলতেই ভালো বসে। তাই আপনার যে গেমটি ভালো লাগবে সেটি খেলতে পারেন।বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, ফ্রি ফায়ার প্লেয়ার প্রথমে কম দামি ফোন খেলে, পরে যখন ভালো লেগে যায় তখন দামি ফোন কিনে ওতে ফ্রি ফায়ার খেলে থাকে।

আমার মতে দুটি গেম ভালো । দুটি গেম আলাদা আলাদা ব্যবহারকারীর জন্য বানানো হয়েছে। আর একজন গেমার হিসেবে, PUBG অনেক ভালো গেমের অভিজ্ঞতা দিতে পারে , কিন্তু কোনো গেম কে তুলনা করা এবং তা নিয়ে তর্ক করা উচিত নয়। কারণ গেম খেলাটা শুধুমাত্র আনন্দের জন্য তর্কের জন্য নয়। যার যেটা ভালো লাগবে সেটাই খেলা উচিত।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *