save এবং save as এর মধ্যে পার্থক্য

Save এবং Save As এর মধ্যে প্রধান পার্থক্য হল Save সর্বশেষে সংরক্ষিত ফাইলটিকে সর্বশেষ কন্টেন্টের সাথে আপডেট করতে সাহায্য করে কিন্তু Save As একটি নতুন ফাইল সংরক্ষণ করতে বা একটি বিদ্যমান ফাইলকে একই নামে বা ভিন্ন নামে একটি নতুন স্থানে সংরক্ষণ করতে সাহায্য করে ।

আমরা কম্পিউটারে ল্যাপটপে যখনই মাইক্রোসফট পেইন্ট(Paint) অথবা মাইক্রোসফট ওয়ার্ড (MS Word) অ্যাপ্লিকেশন ব্যবহার করি। এছাড়াও প্রায় সমস্ত সফটওয়্যার এর মধ্যেই save এবং save as নামের দুটি অপশন দেখতে পাওয়া যায়।

কিন্তু এই save এবং save as এরমধ্যে পার্থক্য কি? কেনো দুটি অপশন থাকে?

আমাদের এই দুটি অপশন এর খুবই প্রয়োজন হয় এর জন্যই এই দুটি অপশন দেখতে পাওয়া যায়।


Save অপশনটি ব্যবহার করা হয় যখন পুরনো ফাইল কে সম্পাদন (edit) করছেন ওই সময়। পুরনো ফাইল কে সম্পাদন করার পরে সেভ অপশন এ ক্লিক করলে ওই পুরনো ফাইলটি আপডেট হয় যাবে।

save অপশনটি একই ফাইলকে আপডেট করার জন্য ব্যাবহার করা হয়ে থাকে।


Save as এই অপশনটি ব্যবহার করা হয় পুরনো ফাইলকে নতুন ভাবে store করার জন্য।

ধরুন কোনো পুরনো ফাইলকে open করলেন এবং যাবতীয় সম্পাদন করলেন। এরপর ওই ফাইল টিকে অন্য কোনো জায়গায় save করতে গেলে save as অপশনটি ক্লিক করতে হবে।

সেইসঙ্গে ওই ফাইলকে ওই জায়গায় অন্য নামে সংরক্ষন (Save) করতে চাইলেও Save as অপশনটি ব্যবহার করা হয়ে থাকে ।

অথবা কোনো আগের ফাইল আছে, ওই ফাইল এর পরিবর্তে সম্পাদন করা ফাইলটি রাখতে চান এটিও save as অপশনটি ব্যবহার করে করতে পারবেন। অর্থাৎ ফাইল কে replace করার জন্যও save as অপশনটি ব্যবহার করা হয়ে থাকে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *