Split AC নাকি Window AC এর মধ্যে কোনটি ভালো?

Window AC vs Split AC: Which AC is Better Window or Split | Bajaj Finserv

স্প্লিট AC এবং উইন্ডো AC এই দুই প্রকারের এসি সাধারণত বাড়িতে লাগানো হয়ে থাকে। তাই কোনো ব্যবহারকারী এসে কেনার আগে বোঝার চেষ্টা করে কোনটি আপনার জন্য ভালো হবে।

অর্থাৎ কোন ধরনের এসি আপনি কিনবেন?

স্প্লিট এসি (Split AC) :

স্প্লিট এসি তে দুটো ইউনিট থাকে একটি ঘরের ভেতরে লাগানো থাকে আর অপরটি বাড়ির বাইরে লাগানো থাকে।

ভেতরে লাগানো ইউনিট থেকে ঠান্ডা হাওয়া পাওয়া যায় এবং বাইরের লাগানো ইউনিট এ গরম হাওয়া বের করে।

স্প্লিট এসি এর সুবিধা গুলি হলো :

  • এটি দেখতে সুন্দর লাগে , এবং বাড়িতে লাগালে দেখতে ভালো লাগে।
  • এটি সাউন্ড কিছুটা কম করে window এক এর তুলনায়।
  • স্প্লিট এসি কে ইনস্টল করার জন্য কোনো জানালা কাটতে হয়না অথবা খুব বড় হোল করতে হয়না। ছোট্ট একটি হোল করে স্প্লিট এয়ার কন্ডিশনার কে ইনস্টল করা যায়।

Split AC এর অসুবিধা গুলি হলো :

  • স্প্লিট এসি তে কপার পাইপার মাধ্যমে দুটো ইউনিট কে যুক্ত করা হয় , যার ফলে রেফ্রিজারেন্ট কে ওই পাইপ এর মধ্যে দিয়ে আসার জন্য এক্সট্রা এনার্জি লস হয়। অর্থাৎ স্প্লিট এসি উইন্ডো এসি এর তুলনায় কিছুটা বেশি ইলেকট্রিসিটি খরচ করে.
  • সাধারণত স্প্লিট এসি বেশি খারাপ হয় উইন্ডো এসি এর তুলনায়। (যেমন রেফ্রিজারেন্ট লিক অথবা কিছুটা কম ঠান্ডা করা।
  • স্প্লিট এসির দাম বেশি উইন্ডো এসি এর তুলনায়।
  • ইনস্টল করতে বেশি খরচ হয় এবং বেশি সময় লেগে যায়। এছাড়াও লম্বা দূরে যদি আউটডোর ইউনিট রাখা হয় তাহলে বেশি লম্বা পাইপ , তার ও কভার লাগবে , তাই এগুলির খরচ আপনাকেই দিতে হবে।

উইন্ডো এসি (Window AC) :

1.5 Ton Window Ac at Best Price in Delhi, Delhi | Sohail Pvt. Ltd.

এই ধরণের এসি কে সাধারণত বাড়ির জানালার সংঙ্গে ইনস্টল করা হয় অথবা আলাদা করে দেওয়াল কেটে এসি কে লাগানো হয়ে থাকে।

এবং এই এসি এর সামনের দিকে ঠান্ডা হাওয়া বের হয় এবং পেছনের দিক থেকে গরম বাতাস বেরিয়ে যায়।

Window AC এর সুবিধা :

  • একটা জিনিস লক্ষ করেছি উইন্ডো এসি অনেক বেশিদিন চলে এবং খারাপ খুবই কম হয়। যার ফলে রিপেয়ারিং খরচ কমে যায়।
  • এই ধরণের এয়ার কন্ডিশনার কিছুটা কম ইলেক্ট্রিসিটি খরচ করে স্প্লিট এসি এর তুলনায়। কারণ উইন্ডো এসি তে কোনো লম্বা পাইপ থাকে না যার ফলে রেফ্রিজারেন্ট কে অনেক বেশি দূর ঘুরতে হয়না এবং এনার্জি লস কম হয় স্প্লিট এয়ার কন্ডিশনার এর তুলনায়।

Window AC এর অসুবিধা :

  • ইনস্টল করার জন্য জানলার ওপরে বসানো হয়ে থাকে সাধারণত যার ফলে জানালার কিছুটা জায়গা এসি কভার করে নেয়। যদি আলাদা করে দেওয়াল কেটে লাগাতে চান এটাও করতে পারেন।
  • সাউন্ড কিছুটা পাওয়া যায় , যদিও খুবই কম তাও বলে রাখলাম।

সারমর্ম :

স্প্লিট এসি ইনস্টল করতে গেলে একটি ছোট ছেদ করে লাগাতে পারবেন এবং উইন্ডো এসি তে জানালার সংঙ্গে লাগাতে পারেন অথবা আলাদা করে দেওয়াল কেটে।

স্প্লিট এসি কিছুটা সুন্দর এবং শান্ত ভাবে চলতে থাকে , খুব একটা সাউন্ড করেনা। যদিও window এসি খুব বেশি সাউন্ড করে না কিন্তু কিছুটা তো সাউন্ড করে যা স্প্লিট এসি এর তুলনায় একটু বেশি। (যদিও এটা খুব বড় চিন্তার কারন নয় একদমই )

স্প্লিট এসি এর দাম বেশি এবং ইনস্টল ও রিপেয়ার করতেও খরচ বেশি কিন্তু window এসি কিছুটা কম দামের এবং যদি জানালাতে ইনস্টল করেন তাহলে খরচ কম এছাড়াও রিপেয়ার খুব কম করার দরকার পড়ে।

এছাড়া স্প্লিট এসি এর তুলনায় উইন্ডো এসি কিছুটা বেশি এনার্জি এফিশিয়েন্ট।

যদি উইন্ডো এসি ইনস্টল করায় কোনো সমস্যা না থাকে তাহলে আমি তো window এসি কেই পছন্দ করবো। (এটি সম্পূর্ণ আমার মতামত) .

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *