ট্রেডিং নাকি ইনভেস্টিং ? কোনটি ভালো?

ট্রেডিং vs ইনভেস্টিং

শেয়ার মার্কেটে অনেকের প্রশ্ন থাকে, ট্রেডিং ভালো নাকি ইনভেস্টিং ভালো?

এই পোস্টটি পড়ুন আশাকরি আপনার সমস্ত জিজ্ঞাসা পূরণ করতে পারবো।

ট্রেডিং কি?

যখন কোনো ব্যাক্তি শেয়ার মার্কেটে কোনো কম্পানির শেয়ার কিনে, ওই শেয়ার কে ১ বছরের কম সময়ের মধ্যেই বিক্রি করে দেয়। এটিকে ট্রেডিং বলা হয়।

ট্রেডিংয়ের মূল উদ্দেশ্য হলো, কম সময়ের মধ্যে কম দামে শেয়ার কিনে, বেশি বিক্রি করে মুনাফা অর্জন করা।

শুধু share market নয়, সবজি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায় ট্রেডিং করা হয়। যেমন: কোনো সবজি বিক্রেতা কম দামে সবজি কিনে ওই সবজি বাজারে নিয়ে এসে বেশি দামে বিক্রি করে লাভ করেন। এভাবেই বিভিন্ন ব্যাবসায়ীর ব্যাবসা বছরের পর বছর চলতে থেকে। ওই ব্যাবসায়ীরা জানেন কোন জিনিস কত দামে কিনলে ওই জিনিসটি আরো বেশি দামে বিক্রি করতে পারবে, এগুলি সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞ হয়ে গেছে যার ফলে লাভ করেই থাকে।

শেয়ার মার্কেটেও , যারা ট্রেডিং করে লাভ (profit) করেন, ওনারা সময়ের সঙ্গে সঙ্গে অনেককিছু শিখে নিয়েছেন। যার ফলে সস্তায় শেয়ার কিনে বেশি দামে বিক্রি করতে পারে এবং লাভবান হন।

শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের করার সময় অনুযায়ী ট্রেডিং কে ৪ ভাগে ভাগ করা হয়। ৪ টি ভাগ জানতে এখানে ক্লিক করুন।

ট্রেডিংয়ের সুবিধা:

  • কম সময়ের মধ্যে বেশি লাভ করা সম্ভব।

ট্রেডিংয়ের অসুবিধা

  • কম সময়ে মধ্যে বেশি লাভ করার সুযোগ থাকলেও, অভিজ্ঞতার প্রয়োজন লাভবান হওয়ার জন্য। অভিজ্ঞতা ছাড়া ট্রেডিং করতে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি লাভের তুলনায়।

ইনভেস্টিং কি?

কোনো কোম্পানির শেয়ার যখন ১ বছরের বেশি সময়ের জন্য কিনে রাখেন তখন এটিকে ইনভেস্টিং এর বলা যেতে পারে।

সহজ ভাষায় ইনভেস্টিং এর অর্থ হলো, কোনো শেয়ার কিনে রাখা হয় ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে দাম বাড়লে বিক্রি করে লাভ করা।

যেহেতু ভবিষ্যতের জন্য শেয়ার কিনে রাখে তাই মোটামুটি ১ বছরের বেশি সময় ধরে শেয়ারে ইনভেস্ট (Invest) থাকা প্রয়োজন, নাহলে ১ বছরের কম সময়ের মধ্যে যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে ওটি কে ট্রেডিং (Trading) বলা হবে।

শেয়ার মার্কেটে ছাড়াও আমাদের দৈনন্দিন প্রত্যেকেই ইনভেস্ট ( invest) করে থাকি । যেমন কেউ জমি কিনে রাখে, কেউ সোনা কিনে রাখে । এগুলির কেনার উদ্দেশ্য হলো ভবিষ্যতে সোনার দাম ও জমিয়ে দাম বাড়বে অর্থাৎ আপনার টাকার মূল্যও বাড়বে।

জমি কিনতে গেলে অনেক সমস্যার সৃষ্টি হয় এছাড়াও দাম অনেক বেশি হয়। তাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করে অনেকেই কারণ শেয়ার মার্কেটে অনেক কম টাকাও ইনভেস্ট করে সম্ভব এবং অনেক বেশি মুনাফাও অর্জন করা সম্ভব জমি ও সোনার তুলনায়।

ইনভেস্টিং এর সুবিধা

  • ইনভেস্টিং ভবিষ্যতের জন্য করা হয়, যার ফলে সঠিক জায়গাতে ইনভেস্ট করলে ভবিষ্যতে লাভবান হওয়া যায়।

ইনভেস্টিং এর অসুবিধা

  • টাকা অনেকদিনের জন্য আটকে থাকে। যদি খুব কম সময়ে টাকার দরকার হয় তাহলে ইনভেস্টমেন্ট এর দিকে না যাওয়াই ভালো।

ট্রেডিং নাকি ইনভেস্টিং কোনটি ভালো?

ট্রেডিং খুব কম সময়ের জন্য করা হয় (কয়েক সেকেন্ড থেকে ১ বছর পর্যন্ত) তাই ট্রেডিং বার বার করে বেশি পরিমাণ টাকা বাড়ানো যায় কম সময়েই ( ট্রেডিং করে লাভ করার সঠিক অভিজ্ঞতা যদি থাকে তাহলেই লাভবান হওয়া সম্ভব নাহলে নয়)

শেয়ার মার্কেটে অনভিজ্ঞ ও নতুনদের ট্রেডিং না করাই ভালো, কারণ loss হওয়ার সম্ভাবনা বেশি নতুন ও অনভিজ্ঞ দের।

ইনভেস্টিং সবাই অর্থাৎ নতুন, অনভিজ্ঞ ও অভিজ্ঞ সবাই করতে পারে, কিন্তূ ইনভেস্টমেন্ট (investment) করার আগে , যে কোম্পানিতে ইনভেস্ট করছেন ওই কোম্পানি সমন্ধে জেনে নেওয়া প্রয়োজন, কারণ আপনি ইনভেস্ট করছেন ভবিষ্যতের জন্য, তাই ওই কোম্পানি যে ভবিষ্যতে ডুবে যাবে কিনা কে জানে? তাই কোম্পানির ব্যাবসা ও ভবিষ্যতে কি কি করতে চলেছে , কোম্পানি যারা চালাচ্ছে ওনারা কোম্পানিকে ভবিষ্যতে আগে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত কিনা এসব কিছু দেখে নেওয়া উচিত ইনভেস্ট (Invest ) করার আগে তাহলেই কিন্তূ ওই কোম্পানির শেয়ার ভবিষ্যতে বিক্রি করে লাভ করতে পারবেন।

আমরা যদি ট্রেডিং ও ইনভেস্টিং এর ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো বেশিরভাগ ধনী ব্যক্তি ইনভেস্টিং এর মাধ্যমে অনেক ধনী হয়েছেন কিন্তূ অনেক সময়ও লেগেছে। যেমন Warren Buffett, Rakesh Jhunjhunwala এরকম ব্যাক্তিরা ইনভেস্ট করেই আজ বিলিয়ন ডলারের মালিক।

এর মানে এরকম নয় যে ট্রেডিং করে ধনী হওয়া যায়না, অনেকেই আছেন যারা খুবই অভিজ্ঞ এবং ট্রেডিংয়ের মাধ্যমেই নিজের সংসার চালায়। ট্রেডিংয়ের ক্ষেত্রে কম সময়ের মধ্যে বেশি মুনাফা করার সুযোগ থাকে।

শেয়ার মার্কেটে ট্রেডিং এবং ইনভেস্টিং এর কিছু বাস্তবতা

শেয়ার মার্কেটে নতুন যারা আসে তাদের বেশিরভাগই প্রথমেই ট্রেডিং করতে চায় এবং হটাত করেই ধনী হতে চায়।

যেহেতু ট্রেডিং কম সময়ে বহুবার করা যায় তাই বহুবার ট্রেডিং করলে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা থাকে , কিন্তূ আসলে এর উল্টোটাই হয়ে যায়।

বেশিরভাগ নতুন শেয়ার মার্কেটে আসা ব্যাক্তির ট্রেডিংয়ের মাধ্যমে লস হয়। তাদের মধ্যে কিছু শেয়ার মার্কেট থেকে বিদায় নেয় কিছু ইনভেস্টমেন্ট করা শুরু করে।

কোনো ভালো কোম্পানির শেয়ারের মূল্য সময়িকভাবে কমবে অথবা বাড়তে পারে , কিন্তূ দীর্ঘ সময়ের জন্য ওই কোম্পানিতে ইনভেস্ট করে রাখলে বাড়ার সম্ভাবনা অনেক বেশি।

কিন্তূ যারা ট্রেডিং করছেন ওনাদের উদ্দেশ্য কম সময়ের জন্য। তাই কম সময়ে যদি শেয়ারের দাম খুব কমে যায় তাহলে শেয়ার বিক্রি করলে loss হয়। আর এভাবেই ট্রেডিং এর মাধ্যমে loss হয়ে থাকে।

ট্রেডিং নাকি ইনভেস্টিং কোনটি করা উচিত?

আমার মতে , আপনি যদি শেয়ার মার্কেটে নতুন হন, তাহলে ইনভেস্টিং করুন ধীরে ধীরে। যখন আপনার শেয়ার মার্কেট সমন্ধে অভিজ্ঞতা হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ট্রেডিং করা উচিত না নয়।

এবং যদি আপনার ট্রেডিং করতে খুবই ইচ্ছে হয়, তাহলে খুবই সামান্য পরিমাণ অর্থ (ওই অর্থ ফেরত পাওয়া আশাও ভুলে যেতে হবে) ট্রেডিংয়ের জন্য ব্যবহার করতে পারেন।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *