Truecaller কিভাবে কাজ করে, ভালো না খারাপ? জানুন সমস্তকিছু

True caller কিভাবে কাজ করে_ ভালো না খারাপ_ জানুন সমস্তকিছু

বর্তমানে ট্রুকলার বেশিভাগ স্মার্টফোন ব্যাবহারকারীর ফোন ইনস্টল করা থাকে।

তাই truecaller কিভাবে কাজ করে? আপনার জানা খুবই জরুরি এবং ট্রুকলার ব্যবহার করা ভালো নাকি খারাপ? এগুলি সমন্ধে অনেক কিছুই জানবো এই আর্টিকেলে।

Truecaller কি?

ট্রুকলার হলো একটি মোবাইল অ্যাপ (Mobile App), এই অ্যাপটি ফোনে ইন্সটল (Install) করে রাখলে , কোনো অচেনা (Unknown) নম্বর থেকে ফোন এলে , ওই অচেনা নম্বরের ব্যাক্তির নাম, কি করেন , কোন জায়গা থেকে ফোন আসছে, এই সমস্ত তথ্য ওই অ্যাপটি ফোনের সামনে দেখাবে।

যার ফলে কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে সহজেই বোঝা সম্ভব এবং সেইভাবে ফোন তুলে কথা বলবেন।

যদি কোনো অচেনা নম্বর থেকে ফোন আসে তাহলে ট্রুকলারের মাধ্যমে বুঝতে পারবেন, যে ব্যাক্তি ফোন করেছেন উনি কি করেন, কোন কোম্পানির সিমকার্ড ব্যবহার করছেন এই সমস্তকিছু।

কোনো ফোন নম্বর যদি কেউ spam করে রাখে এবং অনেকেই যদি ওই নম্বরটি spam করে রাখে তাহলে ট্রুকলার ওই নম্বরটিকে স্প্যাম (spam) হিসেবে দেখাবে। যার ফলে কোনো স্প্যাম নম্বর থেকে ফোন এলে আপনি বুঝতে পারবেন এবং ওই ফোনটি তুলতে নাও পারেন।

এছাড়াও, ট্রুকলারের প্রিমিয়াম ও গোল্ড প্ল্যান আছে এই প্লানগুলি সাবস্ক্রাইব করলে , যদি কেউ আপনার নাম্বার টি দেখে তাহলে আপনার কাছে নোটিফিকেশন আসবে কেউ যখন আপনার ফোন নম্বর দেখবে।

ট্রুকলার কিভাবে কাজ করে?

কোনো ব্যাক্তি যখন ফোন ট্রুকলার অ্যাপটি ইনস্টল (Install) করে তখন ওই ব্যাক্তির ফোনে সঞ্চিত (save) থাকা Contact Number গুলি ট্রুকলার নিজের সার্ভারে ট্রান্সফার করে নেয়।

যার ফলে ওই ব্যাক্তির ফোনে থাকা সমস্ত কন্টাক্ট নম্বর এর নাম জেনে যায়।

এরকম ভাবে যত ট্রুকলার ইনস্টল করা হবে বিভিন্ন লোকের ফোনে ততই ট্রুকলার নিজেদের সার্ভারের মধ্যে ওই সমস্ত নম্বর গুলিকে ট্রান্সফার করে ফেলবে।

কোনো ব্যাক্তির নম্বর কে অনেকেই অনেক নামে save করে রাখে, এর মধ্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (artificial intelligence) ব্যবহার করে সনাক্ত করে, কোনো নম্বরের ব্যাক্তির আসল নাম কি।

এইভাবে ট্রুকলারের সার্ভারে অনেক নম্বরের list থাকে। এবং কোনো অচেনা নম্বর থেকে আপনার ফোনে যখন ফোন আসে তখন truecaller এর সার্ভারে যদি ওই নম্বরটি থাকে তাহলে ওই নম্বরের ব্যাক্তির নাম ইন্টারনেটের মাধ্যমে আপনার ফোনে দেখাবে।

ট্রুকলারের ভালো দিকগুলি

  • যেকোনো অজানা (unknown) থেকে ফোন এলে বুঝতে পারবেন কে ফোনে করছে।
  • Spam নম্বর স্প্যাম হিসেবে দেখায় যার ফলে এরকম কোনো স্প্যাম নম্বর থেকে ফোন এলে ফোনটি নাও ধরতেও পারেন।

ট্রুকলারের খারাপ দিকগুলি

  • ট্রুকলার ইনস্টল করলে আপনার ফোনের স্টোরেজ, ক্যামেরা, মাইক্রোফোন, কন্টাক্ট, কল লগ এই সমস্ত কিছুর অনুমতি নিয়ে নেয়। যার ফলে আপনার মোবাইলের ডাটা সুরক্ষায় প্রশ্ন থেকেই যায়। ( বিশেষ করে ক্যামেরা ও মাইক্রোফোনের অ্যাকসেস নিয়ে নেয় , কিন্তূ ক্যামেরা ও মাইক্রোফোনের দরকার পর্যন্ত নেই )
  • ট্রুকলার আমাদের ফোনের Location, মোবাইলের IP অ্যাড্রেস, কি মোবাইল ব্যবহার করছেন, কোন সিমকার্ড , কি কি অ্যাপ্লিকেশন ইন্সটল করা আছে, এরকম প্রচুর তথ্য নিয়ে থাকে। যা একপ্রকার আপনার privacy এর ক্ষেত্রে খুব একটা ভালো কথা নয়।
True caller privacy policy
Note: ট্রুকলারের ওয়েবসাইটে গিয়ে প্রাইভেসী পলিসি (privacy Policy) এর পেজটি পড়ুন তাহলে বুঝতে পারবেন, আপনার মোবাইলের কোন কোন ডাটা নিচ্ছে। আপনার সুবিধার্থে আমি ট্রু caller এর প্রাইভেসী পলিসি এর গুরুত্বপূর্ণ অংশের স্ক্রিনশট দিলাম।

Truecaller app ইনস্টল না করেও কিভাবে কোনো অজানা নম্বরের সমন্ধে তথ্য জানবেন ?

আপনি যদি অ্যাপ ইনস্টল না করেও কোনো অজানা নম্বরের সমন্ধে তথ্য জানতে চান তাহলে, ট্রুকলার এর ওয়েবসাইটে ভিজিট করুন এবং নতুন কোনো ইমেইল আইডি দিয়ে signup করুন( ওই ইমেইল আইডি শুধুমাত্র truecaller এ সাইনআপ করার জন্যই ব্যবহার করুন , অন্য কোথাও না)

এরপর যদি কোনো নম্বরের সমন্ধে কোনো তথ্য জানতে চান থাকলে ওয়েবসাইটে নম্বরটি লিখে সার্চ করলে , দেখতে পাবেন সমস্ত ডিটেইলস ।

এই ভাবে আপনার ফোনে ট্রুকলার অ্যাপ ইন্সটল না করেও অজানা নম্বরের সমন্ধে তথ্য গুলি জানতে পারবেন।

কিন্তু ট্রুকলারের app ব্যবহার করলে, ইনকামিং কল এলেই সঙ্গে সঙ্গে অজানা নম্বরের নামটি ও অন্যান্য তথ্যগুলি দেখাবে। এই সুবিধাটি ট্রু caller এর ওয়েবসাইটে গিয়ে পাবেন না।

উপসংহার

সংক্ষেপে বলতে গেলে, ট্রুকলার ব্যাবহার করে আমরা সহজেই কোনো অজানা ফোন নম্বরের সমন্ধে অনেক তথ্য জানতে পারি কিন্তু পরিবর্তে আমাদের ডাটা এর privacy অনেকটাই হারিয়ে ফেলি।

আমরা অনেক সময় বলে থাকি, গুগল, ফেসবুক আমাদের ডাটা নিয়ে নিছে কিন্তূ এর থেকেও ট্রুকলার আরো বেশি ডাটা নিয়ে রাখে।

আপনার যদি ডাটা খুবই গুরুত্পূর্ণ হয়, তাহলে অ্যাপ ইনস্টল না করাই ভালো, কারণ আপনি যা কিছুই করবেন প্রায় সমস্তকিছুই truecaller এর নজরের মধ্যেই থাকে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *