UPS এর পুরো নাম হলো uninterruptible power supply, এটি সাধারণত বাড়িতে কম্পিউটারের সংঙ্গে যুক্ত করা হয়ে থাকে।
ইউপিএস এর কাজ হলো যদি বাড়ির ইলেকট্রিসিটি চলে যায় তাহলে ইউপিএস থেকে ইলেকট্রিসিটি কম্পিউটারে সরবরাহ করা হয় , যার ফলে কারেন্ট চলে গেলেও কম্পিউটার তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় না।
একটি UPS এর ১২ ভোল্টের ব্যাটারী থাকে ওই ব্যাটারী মোটামুটি ১৮ থেকে ৩০ মিনিট পর্যন্ত কম্পিউটার কে চালিয়ে রাখতে সাহায্য করে।
এরফলে আপনি কম্পিউটারে কোনো কাজ করতে থাকলে ওই কাজটি ওই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন অথবা যতটা কাজ করেছেন ওই কাজকে save করে রাখতে পারেন।
আমার নিজস্ব অভিজ্ঞতায় এটি লিখছি : আমিও একটি UPS কে বাড়ির ইলেকট্রিক বোর্ডের সঙ্গে যুক্ত করে দিয়েছিলাম , এবং ইউপিএস মোটামুটি ৩ তে LED বাল্বকে ২ ঘন্টার মতো জ্বালিয়ে রাখতে সক্ষম।
কিভাবে UPS কে বাড়ির ইলেকট্রিক বোর্ডের সঙ্গে কানেক্ট করবেন ?
খুব সহজেই কানেক্ট করতে পারবেন আপনার ইউপিএস কে বাড়ির ইলেকট্রিক বোর্ডের সংঙ্গে।
যখনই বাড়ির ইলেকট্রিসিটি চলে যাবে তখন আপনাকে বাড়ির জাম্পার (অর্থাৎ main switch ) বন্ধ করতে হবে। যার ফলে কারেন্ট এলেও কোনোভাবে বাড়িতে ইলেকট্রিসিটি যেন প্রবেশ করতে না পারে।
এরপরে UPS এর পেছনে যে ইলেকট্রিসিটি output এর সকেট থাকে ওই সকেটের সংঙ্গে দুটো তার দিয়ে বাড়ির ইলেকট্রিক বোর্ডের সকেটে কানেক্ট করতে পারেন। এবং সকেট এর সুইচ কে on করে রাখতে হবে।
এরফলে যখনি আপনি ইউপিএস চালু করবেন সরাসরি আপনার বাড়ির সমস্ত ইলেকট্রিক বোর্ডে কারেন্ট পৌঁছে যাবে , UPS থেকে।
একটি কথা মাথায় রাখবেন এসব কিছু করার আগে বাড়ির main সুইচ অর্থাৎ জাম্পার এটি বন্ধ করে রাখবেন।
UPS এর মাধ্যমে ফ্যান চালানো সম্ভব কি ?
হ্যাঁ , আপনি ইউপিএস ব্যবহার করে ফ্যান চালাতে পারবেন কিন্তু ফ্যান চালালে বেশি সময় ধরে চলবে না কারণ UPS এর ব্যাটারি খুবই ছোট।
UPS এর মাধ্যমে কি কি চালানো উচিত না ?
বড়ো বড়ো home appliance যেমন AC , ফ্রিজ , Cooler , ওয়াশিং মেশিন ইত্যাদি , কারণ UPS খুবই ছোট একটি ডিভাইস। ওই ছোটো ডিভাইস বেশি watt এর লোড নিতে পারবে না।