Water Purifier কেনার আগে জানুন সমস্তকিছু

Water Purifier কেনার আগে জানুন সমস্তকিছু

বর্তমান দিনে জলের ফিল্টার (water Filter অথবা Water purifier) খুবই একটি আবশ্যক জিনিসের মধ্যে পড়ে। তাই আপনি যদি water ফিল্টার কিনতে চান, কেনার আগে এই পোস্টটি অবশ্যই পড়বেন, তাহলে জানতে পারবেন কোন প্রকারের ওয়াটার ফিল্টার আপনার কেনার উচিত।

Water ফিল্টার কেনার আগে এই পোস্টটি অবশ্যই পড়বেন।

ফিল্টার কেনো প্রয়োজন?

বর্তমান দিনে পানীয় জলের সঙ্গে অনেক রকমের জীবাণু ও সূক্ষ্ম কঠিন পদার্থ মিশে থাকে, যা আমরা খালি চোখে দেখতে পাইনা। ওই পদার্থটি কোনো কেমিক্যাল হতেও পারে যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তাই আমাদের উচিত ওই ক্ষতিকর পদার্থ গুলিকে জলের থেকে আলাদা করা ।

জলের শুদ্ধতা কিভাবে মাপবেন?

কোন রকমের ফিল্টার কিনবেন তা নির্ভর করে, আপনার জলের মধ্যে কত পরিমাণ অশুদ্ধি আছে। তাই জলের মধ্যে থাকা অশুদ্ধি মাপার প্রয়োজন। অশুদ্ধি মাপার জন্য কোনো যন্ত্র নেই মার্কেটে বর্তমানে কিন্তূ জলের মধ্যে কত পরিমাণ কঠিন পদার্থ আছে তা মাপার জন্য TDS (Total dissolved solids) মিটার পাওয়া যায়।

TDS মিটার ব্যবহার করে জলের মধ্যে কত পরিমাণ কঠিন পদার্থ আছে, যার পরিমাণ পাওয়া যায়। কিন্তূ জলের মধ্যে অপ্রয়োজনীয় কঠিন পদার্থের (যেমন , কেমিক্যাল, জীবাণু ও অন্যান্য কঠিন পদার্থ) সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কঠিন পদার্থ ও থাকে ( যেমন, মিনারেলস)। তাই TDS মিটার ব্যবহার করে জলে থাকা কঠিন পদার্থের পরিমাণ পাওয়া যায় শুধু।

কত TDS এর জল খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর নয়?

BIS এর মতে, কোনো জলের TDS এর পরিমাণ যদি ৫০০ এর নিচে হয়, তা খাওয়া যেতে পারে। ৫০০ এর ওপরের TDS এর মধ্যে প্রচুর কঠিন পদার্থ আছে যা সাধারণত পানীয় জলের মধ্যে থাকে না অর্থাৎ ওই জলে মিনারেল ছাড়াও অন্যান্য কঠিন পদার্থ থাকতে পারে, যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর।

কোন ধরনের ফিল্টার কোথায় ব্যাবহার করা উচিত?

বর্তমানে দুই ধরনের ফিল্টার মার্কেটে পাওয়া যায়, যা হলো:-

  1. ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের ছাঁকনি মধ্যে দিয়ে জল পাশ করে, এভাবেই জল পরিষ্কার করে ফিল্টার গুলি (যেমন RO, NF, UF,MF ) ( যেখানে জলের মধ্যে খুব বেশি (TDS) কঠিন পদার্থ থাকে, এরকম জায়গায় জল ফোটানো কিম্বা UV রশ্মির ফিল্টারের দারা জল পরিষ্কার করলেও ওই জলে কঠিন পদার্থ থেকেই যায়। ওইখানে ছাঁকনির মতো ফিল্টার ব্যাবহার করলে TDS কম করতে সাহায্য করবে কিন্তূ জলের মধ্যে থাকা মিনারেল কেও আলাদা করে দেবে। তখন অন্যান্য খাদ্যের মধ্যে ওই মিনারেল গুলি খেতে হবে।)
  2. অপরটি হলো , জলের মধ্যে দিয়ে UV রশ্মি পাশ করিয়ে জলে থাকা জীবাণুকে মেরে ফেলা। ( যেমন UV ফিল্টার), যেখানে জলের মধ্যে কম TDS থাকে( ৫০০ এর নিচে ) ওই সব জায়গাতে UV ব্যাবহার করলে জলের জীবাণুকে মেরে ফেলবে কিন্তু জলের মধ্যে থাকা মিনারেল কে আলাদা করবে না। যেহেতু ৫০০ TDS এর নিচের জলে কম কঠিন পদার্থ থাকে তাই খুব কমই ক্ষতিকারক পদার্থ থাকবে, যা খুব একটা ক্ষতিকর নয়। যার ফলে ৫০০ TDS এর নিচের জলে UV ফিল্টার সব থেকে ভালো বলা যেতে পারে।

কত রকমের জলের ফিল্টার পাওয়া যায়?

আপনি যখন ফিল্টার কেনার দোকানে যাবেন অথবা অনলাইনে ওয়েবসাইটে ফিল্টার কিনতে গেলে দেখতে পাবেন, RO , UV,UF,MF এই রকমের water purifier পাওয়া যাবে। কিন্তূ এগুলোর মধ্যে কোনটি আপনি কিনবেন ?

মোটামুটি এই ৫ রকমের ফিল্টার মার্কেটে পাওয়া যায়। যেগুলি হলো:-

  1. RO (Reserve osmosis)
  2. UV (Ultra violate)
  3. NF (Nanofiltration)
  4. UF (Ultrafiltration)
  5. MF (Microfiltration)

১. RO

RO জলের ফিল্টারের মধ্যে 0.0001 micron আকারের( Size এর) ছোটো ছোটো ছিদ্রের ছাঁকনি (Hole) থাকে।

যেহেতু ওই ছিদ্র গুলির আকার অনেক ছোটো, তাই শুধু জল ছাড়া অন্য কোনো কিছুই গলতে পারে না ওই ক্ষুদ্র ছিদ্রের মধ্যে দিয়ে।

এবং খুবই ক্ষুদ্র ছিদ্র হওয়ার জন্য, পাম্পের সাহায্যে চাপ দেওয়া হয়, যার ফলে জল ওই ক্ষুদ্র ছিদ্রের মধ্যে নিয়ে বেরোয়। যেহেতু পাম্প ব্যবহার করা হয় তাই ইলেক্ট্রিকের প্রয়োজন হয়।

বর্তমানে যত রকমের Water purifier আছে , সবার মধ্যে RO হলো সবথেকে পরিষ্কার জল প্রদান করে। কারণ 0.0001 micron ছিদ্রের মধ্যে নিয়ে জল ছাড়া অন্য কোনো পদার্থ যা জলের মধ্যে মিলে থাকে কিন্তূ চোখে দেখা যায়না, ওই সূক্ষ পদার্থ গুলিকে আলাদা করে জল থেকে।

এমনকি জলের মধ্যে যদি কোনো ভাইরাস , ব্যাক্টেরিয়া থাকে এইসব কিছুই জল থেকে আলাদা করে । যার ফলে RO থেকে ফিল্টার হয়ে যে জল পাওয়া যায় টা সম্পূর্ণ শুদ্ধ বলা যেতে পারে।

প্রাকৃতিকভাবে আমরা যে জল পাই, ওই জলের মধ্যে অনেক মিনারেল পাওয়া যায়, মিনারেল আমাদের শরীরে প্রয়োজন হয় ।কিন্তূ RO জলের মধ্যে থাকা ভাইরাস, ব্যাক্টেরিয়া ও অন্যান্য ক্ষতিকর পদার্থের সঙ্গে সঙ্গে মিনারেল (minerals) কেও জল থেকে আলাদা করে দেয়। যার ফলে প্রয়োজনীয় মিনারেলস আমাদের শরীরের মধ্যে কম পড়ে।

RO এর সুবিধা হলো: এটি সব থেকে পরিষ্কার (শুদ্ধ) জল দেয়।

RO এর অসুবিধা হলো: এটি প্রয়োজনীয় মিনারেলস কেউ জল থাকে আলাদা করে দেয়।

যদি জলের TDS ৫০০ এর অনেক বেশি হয় তখন RO ব্যাবহার করা যেতে পারে। এবং জলের মধ্যের যে মিনারেলগুলি হারিয়ে যায় ওই মিনারেল খাদ্যের মাধ্যমে পূরণ করতে পারেন।

২. UV

UV ফিল্টারে, জলের মধ্যে দিয়ে আলট্রা ভায়োলেট রশ্মি পাশ করানো হয়। যার ফলে জলের মধ্যে থাকা জীবাণু মারা যায়। এইভাবে UV ফিল্টার জল পরিশ্রুত করে।

কিন্তূ জলের মধ্যে থাকা কোনো প্রকারের প্রয়োজনীয় পদার্থ (যেমন : মিনারেল) এবং অপ্রয়োজনীয় পদার্থ (যেমন: কোনো কেমিক্যাল ও অন্যান্য কঠিন পদার্থ) এগুলি জলের মধ্যেই থেকে যায়।

যেহেতু, UV light (রশ্মি) বের হয় UV Water purifier থেকে, তাই ইলেক্ট্রিসিটি এর প্রয়োজন।

UV Water Purifer এর সুবিধা হলো: এটি জলের মধ্যে থাকা জীবাণুকে ( ভাইরাস, ব্যাক্টেরিয়া) মেরে ফেলে এবং জলের মধ্যে থাকা প্রয়োজনীয় মিনারেলস কে জল থেকে আলাদা করে না।

UV Purifier এর অসুবিধা হলো: এটি জলের মধ্যে কোনো অপ্রয়োজনীয় কঠিন পদার্থকে জল থেকে আলাদা করে না।

যদি TDS এর level ৫০০ এর নিচে থাকে, অর্থাৎ ওই জলে বেশি কঠিন পদার্থ মেশা নেই। এই অবস্থায় UV ফিল্টার দিয়ে শুধু মাত্র জীবাণু মেরে ফেললে , ওই জল শুদ্ধ হয় এবং সেই সঙ্গে মিনারেল ও থাকে।

৩. NF

NF ফিল্টারের মধ্যে ০.০০১ মাইক্রন এর ছাঁকনি ব্যবহার করা হয়।

৪. UF

এটি মধ্যে ০.০১ মাইক্রনের ছাঁকনি ব্যবহার করা হয়।

৫. MF

Microfiltration এর দেখে আরো বড়ো ছিদ্রের ছাঁকনি ব্যাবহার করা হয়।

TDS কন্ট্রোলার কি?

বর্তমানে অনেকেই RO সমন্ধে জেনে গেছে যে এটি জলের থেকে মিনারেল সম্পূর্ণভাবে কমিয়ে দেয় । এবং কম TDS এর জলে মিনারেল বেশি পরিমাণে থাকে অন্যান্য ক্ষতিকর পদার্থের তুলনায়।

তাই অনেকেই শহরে যারা থাকেন ওনারা RO লাগাতে চাইছেন না। সহজ ভাষায় RO purifier TDS কে সম্পূর্ণভাবে শূন্য করে দেয়।

তাই কম্পানি TDS কন্ট্রোলার নামের একটি যন্ত্র বানিয়েছে , TDS কন্ট্রোলার লাগাল কিছু জল RO দিয়ে ফিল্টার হয়ে জমা হবে এবং কিছু জল TDS সরাসরি ওই জলের সঙ্গে মিশবে।

সহজ ভাষায় বলতে গেলে বোকা বানানো, কারণ জল যদি সরাসরি RO জলের সঙ্গে মেশানো হয় তাহলে জল শুদ্ধ কেনো করা হলো।

উপসংহার:

জলকে RO দারা সম্পূর্ণভাবে শুদ্ধ করলে, জলের মধ্যে প্রাকৃতিকভাবে থাকা মিনারেল থাকবে না । তাই জলের TDS ৫০০ এর ওপরে হলে RO ব্যবহার করা যেতে পারে। এতে মিনারেল থাকবে না সেইসঙ্গে জলের সঙ্গে মিশে থাকা ক্ষতিকারক পদার্থও থাকবে না।

আমরা যদি পৌরসভার জল ব্যাবহার করি ওই জলের TDS ২০০ এর আসে পাশে থাকে। তাই পৌরসভার জলে RO লাগানোর দরকার নেই। পৌরসভার জলে UV ফিল্টার ভালোভাবে উপকার করতে পারে।

৫০০ TDS এর নিচে হলে RO এর পরিবর্তে UV ব্যবহার করলে , জলের মধ্যে মিনারেল পাওয়া যায়।

এছাড়াও NF,UF, MF এরকম ছাঁকনির ফিল্টার গুলি ব্যবহার করলে জলের মধ্যে কোন কোন অংশ থাকবে , এর ছবি নিচে দেওয়া হলো:

জলের ফিল্টার

এছাড়াও আর একটি কথা মাথায় রাখবেন, যেকোনো কোম্পানির RO লাগালে ওই RO কে ৬ মাস অন্তর পরিষ্কার করতে হবে, এর জন্য কোম্পানিকে দিয়েই সার্ভিস (service) করতে হবে। তাই RO লাগানোর আগে জেনে নেওয়া উচিত ওই RO তে সার্ভিসের জন্য কত টাকা লাগবে।

কারণ অনেক কোম্পানি RO লাগানোর সময় কিছুই বলতে না পারে , কিন্তূ পরে যখন প্রচুর টাকা charge করবে তখন সমস্যা হতে পারে। তাই আগে জেনে নেওয়া উচিত কত টাকা লাগবে সার্ভিস করার জন্য।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *