আমাদের অনেকেই অন্যের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে থাকি। এর মধ্যে স্পেশাল কেউ থাকতে পরে । যার স্ট্যাটাসটি আপনি দেখতে চান কিন্তূ উনি যেনো জানতে না পারে আপনি ওনার স্ট্যাটাস দেখেছেন। এসব নিয়েই আপনাদের সমস্ত তথ্য দেবো।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলে কি বুঝতে পারবে যার স্ট্যাটাস
আপনি যখন অন্য কারোর স্ট্যাটাস দেখবেন তখন ওই ব্যাক্তি বুঝতে পারবে যে আপনি ওনার স্ট্যাটাস দেখেছেন।
শুধু তাই নয় কটার সময় দেখেছেন , এটাও জানতে পারবে।
এটি হোয়াটসঅ্যাপের মধ্যেই features টি আছে। যার ফলে করো যদি স্ট্যাটাস দেখেন ও বুঝতে পারবে।
এবং অনেক সময় যিনি স্ট্যাটাসটি ছেড়েছেন উনি যদি Seen Off করে রাখেন। তাহলে উনি দেখতে পারবেন না, কে কে ওনার স্ট্যাটাস টি দেখেছে।
যদিও এটা সম্পূর্ণ ওনার ব্যাপার। সাধারণত whatsapp user seen off করে না। এবং যারা স্ট্যাটাস দেয় ওরা দেখতেও চায় কতজন স্ট্যাটাসটি দেখেছেন।
যত বেশি হোয়াটসঅ্যাপ বন্ধু বান্ধব দেখবে ততোই খুশি হই আমরা। তাই আমরা প্রায় সবাই কে কে আমাদের স্ট্যাটাস দেখেছে তা দেখে থাকি।
কিভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখবেন না জানিয়ে?
অবশ্যই আপনি আপনার প্রয়োজনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস টি দেখতে পারবেন এবং উনি জানতেও পারবে না ,
এর জন্য , অন্যভাবে whatsapp status টি দেখতে হবে। এর ফলে যার স্ট্যাটাস দেখছেন উনি টেরও যাতে না পায়।
এটি করতে গেলে আপনাকে একটি অ্যাপ ইন্সটল করতে হবে।
আশাকরি আপনারা সবাই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছেন। তাই google play store (গুগল প্লে স্টোর) থেকে unseen online status এই নামের অ্যাপ (app) টিকে ইনস্টল (install) করতে হবে।
অথবা সরাসরি নিচের দেওয়া লিংকটি তে ক্লিক করুন
https://play.google.com/store/apps/details?id=com.sg.whatsdowanload.unseen
এই অ্যাপের মাধ্যমেই আপনি যেকোনো User এর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবেন , ওনাকে না জানতে দিয়েই।
তাই অ্যাপটি ইনস্টল করে ফেলুন প্লে স্টোর থেকে এবং অ্যাপটি খুলুন (Open করুন)।
status অপশনটিতে ক্লিক করুন, এখানে Image ও Videos অপশন দেখতে পাবেন।
স্ট্যাটাস এর মধ্যে থাকা ছবি গুলি দেখতে Images অপশনে ক্লিক করুন আর স্ট্যাটাসের মধ্যে থাকা ভিডিও দেখতে ভিডিও অপশনে ক্লিক করুন।