Wi-Fi calling কি ? কিভাবে করবেন ওয়াইফাই কল ?

Wi-Fi এর মাধ্যমে সাধারণত আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি , কিন্তু বর্তমান সময়ে আমরা Wi-Fi এর মাধ্যমে যেকোনো নম্বরে ফোন call করতে পারি , এটিকেই Wi-Fi calling বলা হয়।

অর্থাৎ আপনি নিজের ফোনকে কোনো একটি Wi-Fi কাননেশনের সঙ্গে যুক্ত করতে হবে , এরপর আপনার ফোনে Wi-Fi কলিং অপশনটি চালু করে , যেকোনো নম্বরে ফোন কল করতে পারবেন , ফোন করার জন্য আপনার সিমকার্ডে রিচার্জের প্রয়োজন নেই।

অর্থাৎ, আপনি WIFI এর মাধ্যমে কল করতে পারবেন সিমকার্ডে কোনোরকমের রিচার্জ ছাড়াই

এবং আপনি যেকোনো নম্বরে কল করতে পারবেন WIFI কলিং এর মাধ্যমে , যেমন ২g মোবাইলে। যেসব ফোনে ইন্টারনেট ব্যবহার করা যায়না সেসব ফোনেও কল করতে পারবেন কোনোরকমের সিমকার্ডে ব্যালান্স না থাকলেও।

কিভাবে ওয়াইফাই কলিং করবেন ?

ওয়াইফাই কলিং করার জন্য ৩ টি জিনিসের প্রয়োজন আবশ্যক। যেমন :-

  1. ওয়াইফাই কলিং সাপোর্ট করা একটি ফোন (বর্তমান দিনে বেশিরভাগ স্মার্ট ফোনেই Wi-Fi calling এর ফিচারস দেওয়া থাকে) ।
  2. একটি ওয়াইফাই নেটওয়ার্ক (যেকোনো স্মার্ট ফোন থেকে হটস্পটের মাধ্যমে সহজেই Wi-Fi connection পাওয়া যেতে পারে) ।
  3. আর সিমকার্ড ও সেইসঙ্গে আপনার সিমকার্ড কোম্পনি যদি Wi-Fi কলিং এর সুবিধা দিয়ে থাকে তাহলেই Wi-Fi কলিং করতে পারবেন।

কিভাবে Wi-Fi calling করবেন ?

  • প্রথমে আপনাকে মোবাইলের সেটিং এ ক্লিক করতে হবে।
  • এরপর , সিমকার্ড সেটিং অথবা Wi-Fi সেটিং এর মধ্যে Wi-Fi কলিং অপশনটি দেখতে পাবেন। এবং আপনাকে Wi-Fi কলিং অপশনটি চালু করতে হবে। সাধারণত মোবাইলের সিমকার্ড সেটিং এর ভেতরে Wi-Fi calling অপশনটি দেখতে পাওয়া যায়। (Make call using Wi-Fi অথবা Wi-Fi calling এরকম নামের অপশনটি দেখতে পাবেন )

ওয়াইফাই কলিং এর সুবিধা:

  • ওয়াইফাই কলিং এর সব থেকে ভালো দিক হলো , আপনার সিমকার্ডে কোনোরকমের ব্যালান্স না থাকলেও Wi-Fi এর মাধ্যমে যেকোনো নম্বরে কল করতে পারবেন। (যদি আপনার বাড়িতে ওয়াইফাই কানেকশন থাকে তাহলে মোবাইলে রিচার্জ এর খরচ বেঁচে যেতে পারে )
  • আপনার লোকেশনে যদি মোবাইলের নেটওয়ার্কের খুব সমস্যা হয়, অর্থাৎ আপনি যখন ফোন কলিং করেন তখন কথা কেটে কেটে যাওয়া , এরকম সমস্যা হলে Wi-Fi calling এর মাধ্যমে পরিষ্কার ভয়েস কলিং করতে পারেন।
  • আনলিমিটেড কথা বলতে পারেন কোনোরকমের সিমকার্ডের রিচার্জ ছাড়াই।

ওয়াইফাই কলিং এর অসুবিধা :

  • অসুবিধা হলো, মোবাইলকে Wi-Fi এর সংঙ্গে কানেক্ট করে রাখতে হবে , তাহলেই Wi-Fi কলিং করতে পারবেন অন্যথায় ওয়াইফাই কলিং সম্ভব নয়। ধরুন আপনি বাড়ির বাইরে গেলে যেখানে Wi-Fi কানেকশন নেই , ওই অবস্থায় Wi-Fi calling সম্ভব নয়।
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *