চীনের রাজধানীর নাম হলো : বেইজিং (Beijing)
1লা অক্টোবর, 1949 তারিখে তিয়ানআনমেন স্কোয়ারে (Tian’anmen Square) চেয়ারম্যান মাও জেদং (Mao Zedong) চীনের গণপ্রজাতন্ত্রী প্রতিষ্ঠার ঘোষণা করেছিলেন, যার রাজধানী ছিল বেইজিং।
বেইজিং এর area হলো ১৬,৪১১ স্কয়ারে কিলোমিটার।
২০১৮ এর গণনা অনুযায়ী বেইজিংয়ের জনসংখ্যা হলো ২.১৫ কোটি।