আমরা যখনই কোনো টিভি অথবা মনিটর কিনতে যায় তখনই মনে হয় কোনটি কেনা উচিত টিভি নাকি মনিটর?
কারণ হলো, মনিটর কিনলে কম্পিউটার চালানো যাবে এবং টিভিও দেখা সম্ভব।
একইভাবে, টিভি কিনলে টিভি দেখতে পাবেন এবং সিপিইউ এর সঙ্গে যুক্ত করে কম্পিউটার চালাতে পারবেন।
কিন্তু টিভি এবং মনিটরের মধ্যে অনেক পার্থক্য আছে তাই আপনার অবশ্যই জানা টিভি অথবা মনিটর কেনার আগে।
টিভি আমরা ব্যবহার করি আমাদের বিনোদনের জন্য বিভিন্ন রকম এন্টারটেইনমেন্ট জিনিস দেখার জন্য এর জন্য টিভির মধ্যে যে কালার দেখতে পাই তা খুবই উজ্জ্বল এবং বিভিন্ন রকমের কালার একসঙ্গে করে খুবই সুন্দর একটি ছবি বানিয়ে আমাদের উপস্থাপিত করে যার ফলে টিভিতে যে কোন ধরনের অনুষ্ঠান দেখতে আমাদের খুব সুন্দর লাগে।
টিভি যেকোনো ধরনের ছবি এবং ভিডিওকে খুবই সুন্দরভাবে রং ব্যবহার করে আরো সুন্দর করে তোলে যাতে আমাদের চোখে দেখতে সুন্দর লাগে।
মনিটর টিভি তুলনায় কিছুটা আলাদা। মনিটর আপনাকে যতটা সম্ভব সঠিক রং দেখানোর চেষ্টা করে। যার ফলে আপনি যদি কোনো রকম কোনো ফটো ডিজাইন অথবা বিভিন্ন কালার সম্বন্ধিত কাজ করেন তাহলে সঠিক কালার ব্যবহার যাতে করতে পারেন।
মনিটর ছবিতে যা রং আছে ওটাই দেখায়। যার ফলে আমাদের বিভিন্ন কাজে সুবিধা হয় কিন্তূ মনিটর কে টিভি এর মত ব্যবহারের সময় খুব একটা ভালো রং দেখায় না যার ফলে মনিটরে খুব একটা সুন্দর লাগেনা না কোনো বিনোদনের জিনিস দেখার সময়।
আবার টিভি কে ব্যবহার করে আপনি কোন রকমের সঠিক রংয়ের কাজ করতে পারবেন না কম্পিউটারে।
তাই কম্পিউটার মনিটর ও টিভি আলাদা আলাদা কাজের জন্য বানানো হয়েছে।
মনিটর কম্পিউটারে ব্যাবহার করলে ভালো আবার বিনোদন দেখলে ও দেখতে পারেন মনিটর এর মাধ্যমে।
কিন্তু টিভিকে মনিটর হিসেবে কম্পিউটারের সঙ্গে যুক্ত করলে সঠিক কালার বুঝতে পারা যায় না যার ফলে কম্পিউটারে কাজ করার অনেক অসুবিধা হতে পারে।