তারা আমাদের পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে যার ফলে তারা থেকেই পৃথিবীতে আলো আসতে আসতে আলোর উজ্জ্বলতা অনেক কম হয়।
মিটমিট করার কারণ হলো আমাদের বায়ুমণ্ডল। আমাদের বায়ুমন্ডলে বিভিন্ন রকমের গ্যাস এবং ধূলিকণা রয়েছে।
যখনই ওই ধূলিকণা অথবা গ্যাস ঘোরাঘুরি করার সময় ওই আলোর সামনে বাধা হয়ে দাড়ায় তখন আলোর উজ্জ্বলতা অনেক কমে যায় কিংবা কখনো কখনো দেখা যায়না আবার ওই গ্যাস অথবা ধূলিকণা সরে গেলে উজ্জ্বল ভাবে দেখা যায়।
এর জন্য তারা মিটমিট করছে বলে মনে হয় আমাদের।