সোশ্যাল মিডিয়াতে অনেকেই লিখেছেন যে, চার্জে দিয়ে ল্যাপটপ চালালে নাকি ওই সময় ব্যাটারি চার্জ ও ডিসচার্জ হয়ে একই সঙ্গে যার ফলে বেশি গরম হয় ও ব্যাটারি এর ক্ষমতা নষ্ট হয়ে যায়।
এই কথাগুলি অর্ধ সত্য বলতে পারেন।
- তাহলে আসুন আমরা জেনে নিই ল্যাপটপ চার্জ দিয়ে চালালে ক্ষতি হয় কি?
- যদি ক্ষতি হয় তাহলে কিভাবে হয়?
- এবং কিভাবে এই ক্ষতি রোধ করতে পারি।
আসলে ল্যাপটপ যদি আমরা চার্জে দিয়ে চালাই তখন আমাদের ল্যাপটপ ব্যাটারির ব্যাবহার করে না। সোজাসুজি চার্জার থেকে বিদ্যুৎ ল্যাপটপে প্রবেশ করে। এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারি কে চার্জ করে।
কিন্তূ অনেকেই ভাবেন যে, ল্যাপটপে চার্জ দিয়ে চালালে, প্রথমে ব্যাটারি চার্জে হয় তারপর ওই ব্যাটারি ডিসচার্জ হয়ে , ল্যাপটপকে বিদ্যুৎ প্রদান করে। এটি সত্য নয়।
যদিও সরাসরি চার্জার থেকে প্রবাহিত বিদ্যুৎ laptop কে বিদ্যুৎ সরবরাহ করে কিন্তূ এতে কিছু ক্ষতিও হয়ে থাকে যদি আপনি অনেক বেশি সময়ের জন্য (যেমন ১ সপ্তাহ যদি চার্জে দিয়ে চালিয়ে রাখেন) ল্যাপটপ ব্যাবহার করেন।
বেশি সময় ল্যাপটপে চার্জার লাগিয়ে ব্যাবহার করলে, ল্যাপটপের ব্যাটারি সব সময়ের জন্য full চার্জে হয়ে থাকে।
আর সব সময়ের জন্য যেকোনো ব্যাটারি যদি full চার্জে হয়ে থাকে তাহলে ওই ব্যাটারির ক্ষমতা কিছুটা কমে যায়।
যায় ফলে বেশি সময় ধরে যেকোনো ব্যাটারিকে full চার্জে দিয়ে রাখা ঠিক নয়। এমনকি মোবাইল কেও full চার্জে করা ঠিক নয়। ৮০% পর্যন্ত চার্জ দিয়ে রাখলে মোবাইলের ব্যাটারি বেশি দিন টিকে।
তেমনি ল্যাপটপের ব্যাটারি ও ১০০% চার্জে বেশি সময় ধরে থাকলে , ব্যাটারি এর ক্ষমতা কমে যায়।
যদি আপনি অনেক দিনের জন্য ল্যাপটপ চার্জে লাগিয়ে ব্যাবহার করতে চান তাহলে ব্যাটারিকে ৫০% চার্জ অবস্থায় খুলে নিন।
ওই ব্যাটারিকে একটি ঠান্ডা জায়গায় রেখে দিন। পরে আবার লাগিয়ে নেবেন।
যদিও কিছু কিছু কোম্পানির ল্যাপটপ চার্জ লাগিয়ে অনেক সময়ের জন্য ব্যাবহার করলে কোনো সমস্যা থাকে না। ওই সব কোম্পানির ল্যাপটপে চার্জ দিয়ে ব্যবহার করলে ল্যাপটপের ব্যাটারি ৫০% অথবা ৬০% অবস্থায় রেখে দেয়। ব্যাটারিকে full চার্জ হতে দেয়না ল্যাপটপ চালু অবস্থায়।
যার ফলে ল্যাপটপকে কয়েক মাসের জন্য চালিয়ে রাখলেও ব্যাটারির ক্ষমতা হ্রাস পায়না।
আর একটি কথা মাথায় রাখতে হবে, বেশি সময়ের জন্য ল্যাপটপ চার্জ দিয়ে ব্যাবহার করলে ল্যাপটপের গরম যেনো বেরও হওয়ার জন্য জায়গা পায়।
নাহলে ল্যাপটপের গরম ব্যাটারি গরম করতে পারে। যার ফলে ব্যাটারির ক্ষমতা কমে যেতে পারে।