Contents
show
সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে?
যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান বাহু এবং দুটি সমান কোণ রয়েছে।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
এখানে b হচ্ছে ভূমির দৈর্ঘ্য, a হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য।
সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা
সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি বাহু যোগ করলেই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা পাওয়া যাবে ।
সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা = ত্রিভুজের তিনটি বাহুর যোগফল
সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য
- দুটি বাহু সমান।
- সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় ও সমান।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4√(4a2– b2)
সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা
সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা = ত্রিভুজের তিনটি বাহুর যোগফল