ইউটিউব, ফেসবুক , ইন্সট্রাগ্রাম এরকম সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আমরা প্রায়ই দেখতে পাই বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিস এর বিষয় নিয়ে ওই ইউটিউব চ্যানেলের অথবা ফেসবুক পেজের অথবা ইন্সট্রাগ্রাম account এর ব্যাক্তিটি পোস্ট করে থাকে। ওই পোস্ট অথবা ভিডিও গুলি স্পনসর বিজ্ঞাপন (sponsor ads) হয়ে থাকে।
স্পনসর বিজ্ঞাপন (sponsor ads) ইউটিউবে কিভাবে করা হয়?
ইউটিউবে দেখতে পাবেন ভিডিওতে বলতে শোনা যায় যে “এই ভিডিওটি স্পনসর করেছেন… (অথবা this video is sponsored by ….)” এরকম ভাবে বলতে শোনা যায়। এরকম ভাবে ইউটিউবের কনটেন্ট creator নিজের গলায় কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস এর বিজ্ঞাপন করে থাকেন।
ওই বিজ্ঞাপন কোম্পানি করিয়ে থাকে অর্থের বিনিময়ে এবং বিনিময়ে কোম্পানির প্রোডাক্ট অথবা সার্ভিস সমন্ধে তথ্য প্রচুর মানুষের কাছে যায়।
YouTube এ আলাদা করে গুগল এর ads চলে তাছাড়াও এই স্পনসর বিজ্ঞাপন (sponsor ads) থেকেও প্রচুর ইনকাম করা হয়ে থাকে।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গুগল ads এর থেকে বেশি ইনকাম হয়ে যায় স্পনসর বিজ্ঞাপন (sponsor ads) করে। সেই সঙ্গে Google ads থেকে টাকাও পাওয়া যায়। তাই স্পনসর বিজ্ঞাপন (sponsor ads) করা অনেক লাভজনক হয়।
আপনার ইউটিউব চ্যানেল যদি কোনো নির্দিষ্ট Category এর হয় তাহলে ওই Category এর দর্শক থাকবে। তাহলে ওই ক্যাটাগরি এর কোম্পানির থেকে স্পনসর বিজ্ঞাপন (sponsor ads) পাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। যেমন: টেকনোলোজি category এর চ্যানেলে মোবাইল, ল্যাপটপ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট এর কোম্পানি থেকে স্পনসর বিজ্ঞাপন (sponsor ads) পাওয়া যায়।
এরকম বিভিন্ন ক্যাটাগরি এর চ্যানেলের জন্য আলাদা আলাদা কোম্পানি থেকে স্পনসর বিজ্ঞাপন (sponsor ads) পাওয়া যায়। এছাড়াও যদি আপনার চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার থাকে তাহলেও বিভিন্ন প্রকার কোম্পানি থেকে স্পনসরশিপ পাওয়া যায়।
স্পনসর বিজ্ঞাপন (sponsor ads) পাওয়ার জন্য আপনার YouTube চ্যানেলে অনেক বেশি subscriber থাকা প্রয়োজন।
স্পনসর বিজ্ঞাপন (Sponsor ads) ফেসবুকে কিভাবে করা হয়?
স্পনসর বিজ্ঞাপনকে (Sponsor ads) ফেসবুকে জোক্স এর সঙ্গে সঙ্গে অথবা আলাদা করে পোস্ট করা হয়ে থাকে।
স্পনসর বিজ্ঞাপন (Sponsor ads) ইন্সট্রাগ্রামে কিভাবে করা হয়?
ইন্সট্রাগ্রামেও এভাবেও বিভিন্ন influencer বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিস সমন্ধে পোস্ট এবং ভিডিও করে থাকেন। সেলিব্রিটি এবং বড় বড় Instagram influencer এভাবেই স্পনসরশিপ বিজ্ঞাপন করে থাকেন।
কিভাবে স্পনসরশিপ (sponsorship) পাওয়া যায়?
sponsorship পাওয়ার জন্য আপনার সোশ্যাল মিডিয়া accountএর about অথবা প্রোফাইলের জায়গায় sponsorship এর জন্য ইমেইল আইডি লিখে রাখতে পারেন। ওই ইমেইল শুধুমাত্র স্পনসরশিপের জন্য লিখে রাখতে পারেন।
তাহলে কোম্পানি আপনাকে স্পনসরশিপ এর জন্য ইমেইল করতে পারে। কিন্তু মাঝে মাঝে নকল কোম্পানি থেকেও স্পনসরশিপ এর জন্য ইমেইল আসতে পারে তাই আপনাকে সাবধান থাকতে হবে।