ফেসবুক পেজ খোলার নিয়ম

ফেসবুক পেজ খোলার পদ্ধতিগুলি নিচে আলোচনা করা হল :

স্টেপ ১ :

আপনি যদি কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে ফেসবুক পেজ খুলতে চান তাহলে chrome ব্রাউজারে facebook.com লিখে ফেসবুক ওয়েবসাইট খুলতে পারেন ।

যদি আপনি মোবাইল ফোনের মাধ্যমে মাধ্যমে ফেসবুক পেজ খুলতে চান। তাহলে আপনাকে ফেসবুক মোবাইল App ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর

থেকে।

Facebook lite অথবা Facebook অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।

স্টেপ ২

ফেসবুক অ্যাপ টি খুলুন এবং ডানদিকের ওপরের কোণে ৩ টি লাইনের ওপরে ক্লিক করুন।

এরপরে pages অপশনটিতে ক্লিক করতে হবে।

স্টেপ ৩

Create Page অপশনে ক্লিক করুন।

স্টেপ ৪

Get Started বাটনে ক্লিক করুন।

স্টেপ ৫

এখানে ওপরে লেখার জায়গা আপনি যে নামে ফেসবুক পেজটি খুলতে চান টা লিখতে পারেন।

যেমন আমি হাঁসির জোকস্ নাম রেখেছি পেজের নাম।

এরপর, নিচের দিকে Next বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ ৬

এখানে আপনাকে আপনার গ্রুপের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।

যেহেতু আমি হাঁসির জোকস্ নামের পেজ খুলেছি তাই পেজের ক্যাটাগরি রেখেছি just for fun।

আপনিও আপনার মত করে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন।

ক্যাটাগরি সিলেক্ট করার পরে next বাটনে ক্লিক করবেন।

স্টেপ ৭

যদি আপনার পেজ সমন্ধিত কোনো ওয়েবসাইট থাকে তাহলে লিখতে পারেন।

এবং Next বাটনে ক্লিক করতে হবে।

যদি ওয়েবসাইট না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। এবং Next বাটনে ক্লিক করুন।

স্টেপ ৮

এবার আপনার পেজের কভার ফটো (Cover photo) এবং পেজের ফটো আপলোড করতে হবে ।

Add অপশনে যেখানে লেখা আছে ঐখানে ক্লিক করতে হবে। এবং কমকরে width ৪০০ পিক্সেল এবং height ১৪০ পিক্সেল এর ফটো আপলোড করতে হবে কভার ফটো তে।

এবং ফেসবুকের পেজ এর প্রোফাইল ফটো হিসেবে ১৭০ পিক্সেল × ১৭০ পিক্সেলের ফটো আপলোড করতে হবে।

এরপর done অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৯

এরপর Create a Post বাটনে ক্লিক করে পোস্ট করতে পারেন।

উপসংহার

এভাবেই ফেসবুক পেজ বানাতে পারবেন খুবই সহজে ।

যদি ফেসবুক বানানোর সময় কোনোরকমের ভুল হয়েও যায় এতেও কোনো চিন্তার কারণ নেই । ঐ ভুলকে ঠিক করা যে অথবা আপনি ঐ পেজকে ডিলিট করে পুনরায় বানাতে পারবেন ।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *