প্রথমত, আমাদের জেনে নেওয়া উচিত ওমানের মুদ্রা হলো ওমানি রিয়াল (Omani Rial)। ১০০ ওমানি রিয়াল সমান বাংলাদেশের ২২৩০০ টাকার মতো।
১ ওমানি রিয়াল সমান ২২৩ টাকার মতো। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের টাকার সঙ্গে ওমানি রিয়াল এর মূল্য পরিবর্তন হয়। কিন্তু মোটামুটি এরকমই হয় একটু আধটু ওপর নিচে হতে পারে।