GST এর পূর্নরূপ হলো “Goods and Service Tax“
GST কি?
আমরা গভার্মেন্টকে বিভিন্ন ভাবে tax (কর) দিয়ে থাকি , যেমন কোনো জিনিস কেনার জন্য অথবা কোনো সার্ভিস ব্যবহার করার সময় আলাদা আলাদা ট্যাক্স দেওয়া হয়।
কিন্তু GST লাগু হওয়া মানে হলো : আপনি জিনিসপত্র অথবা সার্ভিস ব্যবহার করুন না কেনো এর জন্য আলাদা আলাদা ট্যাক্স দিতে হবে না। সমস্ত জিনিস এবং পরিষেবার জন্য একটি tax দিতে হবে যার নাম হলো GST ।
অর্থাৎ , আগে যেখানে VAT ট্যাক্স এবং পরিষেবার ক্ষেত্রে সার্ভিস ট্যাক্স আলাদা আলাদা ট্যাক্স দিতে হতো। GST লাগু হওয়ার পরে ওই সমস্ত ট্যাক্সের পরিবর্তে সমস্ত জায়গায় GST ট্যাক্স দিতে হবে।
অর্থাৎ, সমস্ত আলাদা আলাদা ট্যাক্সের নাম বদলে দিয়ে সমস্ত ট্যাক্সের নাম এক করে দেওয়া।
সেইসঙ্গে , GST এর ট্যাক্সের ক্ষেত্রে আলাদা আলাদা ধাপ আছে। যেমন ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য আলাদা %গেস্ট। এন্টারটেইনমেন্ট এর ক্ষেত্রে আলাদা %GST , ওই % GST দিতে হবে জিনিস অনুযায়ী।