হাউস ওয়াইফ (Housewife) এর অর্থ হলো গৃহিণী।
অর্থাৎ বাড়ির বউ যার কাজ হলো বাড়ির কাজকর্ম করা। উনি কোনরকমের কোম্পানির কাজ, চাকরি এসব করেন না।
সাধারণ অর্থে, হাউস ওয়াইফ এর কোনো ইনকাম থাকে না।
যদি কোনো ছেলের মা বাড়ির কাজ করেন শুধু এবং কোনরকমের কাজের মাধ্যমে ইনকাম না করে থাকেন তাহলে কেউ যদি জিজ্ঞেস করেন আপনার মা কি করেন তাহলে উত্তর দেওয়া হয় “উনি হাউস ওয়াইফ“।
এর অর্থই হলো উনি কোনো বাইরের কাজ করে ইনকাম করেন না। উনি শুধু বাড়ির কাজ করেন।