ইন্টারনেট স্লো হওয়ার জন্য মূলত যে কারণগুলি থাকে তা হলো :
১. বেশি ট্রাফিক
মোবাইলের নেটওয়ার্কের ক্ষেত্রে যখন একটি টাওয়ারের সঙ্গে অনেক বেশি পরিমান মোবাইল ডিভাইস যুক্ত হয়ে যায় এবং ওই সমস্ত ডিভাইস যদি প্রচুর পরিমান ডেটা ডাউনলোড ও আপলোড করা শুরু করে তখন ওই টাওয়ার এর কাপাসিটিটি এর ওপরে চলে গেলে। আপনি ইন্টারনেট ব্যবহার করার সময় প্রচুর স্লো হবে।
যেহেতু অনেক মানুষ ব্যবহার করে একসঙ্গে তাই ওই টাওয়ার এর ক্ষমতার বেশি ডেটা ট্রান্সফার করা সম্ভব হয় না। তাই ইন্টারনেট স্লো হয়ে থাকে।
যেমন দেখবেন কিছু কিছু দিন রাতে যদি ক্রিকেট খেলা হয় তখন ওই সময় অনেকে ক্রিকেট খেলা দেখে যার ফলে অধিক পরিমান মানুষ ওই টাওয়ার থেকে ইন্টারনেট ব্যবহার করার ফলে নেটওয়ার্কের স্পিড স্লো হয়ে যায় ওই সময়ের জন্য।
আবার ভোর বেলার সময় প্রায় খুব কম মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাই ইন্টারনেটের স্পিড বেশি পাওয়া যায়।
এই সমস্যা সমাধানের জন্য : অধিক পরিমান টাওয়ার লাগাতে হবে আপনার লোকেশনে। এর জন্য মোবাইল নেটওয়ার্ক কোম্পানিকে অভিযোগ জানাতে পারেন।
২. নেটওয়ার্ক সিগন্যাল
যদি আপনি এমন কোনো জায়গায় থাকেন যেখানে নেটওয়ার্ক সিগন্যাল খুব ভালোভাবে পাওয়া যায়না। এক্ষেত্রেও সিগন্যাল কম থাকার কারণে ইন্টারনেটের স্পিড স্লো হয়ে থাকে।
যেখানে ভালোভাবে নেটওয়ার্ক সিগন্যাল পৌঁছয় ওই জায়গায় যান তাহলে নেটওয়ার্কের সিগন্যাল ভালোভাবে পাবেন আর ইন্টারনেট স্লো এর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
৩. মোবাইলের টেকনিকাল সমস্যা
মাঝে মাঝে মোবাইলের কোনো টেকনিকাল সমস্যার কারণেও ইন্টারনেট স্লো হতে পারে।
এই সমস্যা সমাধানের জন্য : মোবাইলকে একবার airplane mode এ রেখে পুনরায় airplane mode off করে দেখতে পারেন।
আর এর থেকে আরো ভালো উপায় হলো : মোবাইল বন্ধ করে পুনরায় চালু করতে পারেন।