এসি এর মধ্যে দুটো অ্যালুমিনিয়াম অথবা কপার এর পাইপ থাকে , ওই পাইপের মধ্যে দিয়ে রেফ্রিজারেন্ট (যা একপ্রকারের গ্যাস ) চলাচল করে থাকে।
AC চালু করার সঙ্গে সঙ্গে কম্প্রেসসর (অর্থাৎ একধরণের পাম্প , ওই কম্প্রেসসরটি এয়ার কন্ডিশনার এর মধ্যেই থাকে) চালু হয়ে যায়।
এরপর ওই পাম্প AC এর মধ্যে থাকা রেফ্রিজারেন্ট কে চাপ দিয়ে পাম্প করতে থাকে।
রেফ্রিজারেন্ট (অর্থাৎ একধরণের গ্যাস ) এসি এর পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে। যেহেতু কম্প্রেসরের মাধ্যমে ওই গ্যাস কে চাপের মাধ্যমে প্রবাহিত করা হয় তাই উচ্চ চাপের ফলে গ্যাসের তাপও বেড়ে যায়।
ওই তাপকে কম করার জন্য ফ্যান লাগানো হয়। ফ্যানের মাধ্যমে গ্যাসের পাইপে বাতাস দেওয়া হয় , যার ফলে পাইপ ঠান্ডা হয়ে যায়। এবং ওই গরম বাতাস বাইরে ফেলে দেওয়া হয়। (এরজন্যই আপনি হয়তো দেখেছেন যে AC এর বাইরের দিকে গরম বাতাস লাগে ).
এরপর ওই পাইপের গ্যাস প্রবাহিত হতে থাকে এবং একটি পাতলা পাইপ লাগানো থাকে ওই পাইপের মধ্যে দিয়ে রেফ্রিজারেন্ট প্রবাহিত হওয়ার পরে আবার একটি মোটা পাইপ লাগিয়ে দেওয়া হয়। এরফলে মোটা পাইপের মধ্যে রেফ্রিজারেন্টের (গ্যাসের ) চাপ কমে যায়। এবং গ্যাসের চাপ কমে গেলে গ্যাসের তাপও কমে যায়।
(এটি ভৌতবিজ্ঞানে নিশ্চই পড়েছেন যে, গ্যাসের সংঙ্গে চাপের কি সম্পর্ক। আয়তন একই রেখে চাপ বাড়ালে তাপ বাড়ে আবার চাপ কমালে তাপও কমে )
যার ফলে ওই মোটা পাইপটি ঠান্ডা হয়ে যায়। এবং ওই মোটা পাইপে ফ্যানের মাধ্যমে বাতাস দেওয়া হয়। আর ওই ঠান্ডা বাতাস রুমের মধ্যে ছড়িয়ে পড়ে। এভাবেই ঘর ঠান্ডা করে এসি।