অনলাইন জব – ঘরে বসে ৯ টি সেরা করুন

বর্তমান সময়ে প্রত্যেকেই ঘরে বসে কাজ করার জন্য কাজ খুঁজছেন। আর আপনিও যদি ঘরে বসে কাজ করতে চান তাহলে আমার এই লেখাটি সম্পূর্ণ পড়ুন আশাকরি আপনি অনেক উপকৃত হবেন।

এখানে আমি আপনাকে ৯ টি ঘরে বসে ইনকাম করার কাজ এর সন্ধান দেবো, যার মাধ্যমে মাসে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। কাজের বিবরণ নিচে দেওয়া হলো :

১. অনলাইনে শিক্ষকতা করুন (online Teaching)

বর্তমান সময়ে সমস্ত কিছুই অনলাইনে শুরু হচ্ছে এবং শিক্ষকতাও অনলাইনে রমরমিয়ে চলছে। তাই আপনি যদি অনলাইন কাউকে পড়ান অথবা পেইন্টিং আর্ট ইত্যাদি সমদ্ধে নলেজ (Knowledge) থাকে তাহলে করতে পারেন।

অনলাইন শিক্ষকতা কিভাবে করবেন ? আপনাকে শুধু গুগলে সার্চ করতে হবে অনলাইনে শিক্ষকের জব , এরকম অনেক কাজ খুঁজে পেতে পারেন।

এছাড়াও প্রচুর app আছে যার মাধ্যমে অনলাইন পড়াতে পারবেন।

এছাড়াও বিভিন্ন teaching organization আছে যারা teacher এর খোঁজ করেন অনলাইনে পোড়ানোর জন্য।

২. ইংলিশে কথা বলা (English Speaking online job)

কাম্বলি (Cambly) নামের একটি ওয়েবসাইট ও app আছে ওই কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন , এবং আপনার কাজ হবে আপনাকে কোনো স্টুডেন্ট এর সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে অনলাইনে ভিডিও কল এর মাধ্যমে।

এটিতে প্রতি ঘন্টাতে আপনি ১০ মার্কিন ডলার ইনকাম করতে পারবেন।

এটি cambly এর ওয়েবসাইটের লিংক দেওয়া হলো।

৩. কনটেন্ট রাইটার (Content Writer)

বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগে কনটেন্ট রাইটার এর প্রচুর জব ঘরে বসে করতে পারেন , এর জন্য আপনাকে বাইরে বেরোতে হবে না।

অনলাইনে সার্চ করলে কনটেন্ট রাইটার এর প্রচুর জব ভ্যাকেন্সি থাকে , এছাড়াও বিভিন্ন ফ্রীল্যানসিং ওয়েবসাইটে গিয়েও কনটেন্ট রাইটার এর কাজ পেতে পারেন।

জানুন : ফ্রিল্যান্সিং কি? কিভাবে ইনকাম করবেন।

আরো জানুন : ১৮ টি সেরা ফ্রিলেসিং সাইট

৪. ওয়েবসাইট ডেভেলপার (Website Developer)

বর্তমান দিনে প্রায় সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রায় সমস্ত কিছু অনলাইনের সঙ্গে যুক্ত হচ্ছে তাই এই সুযোগের সুবিধা নিতে পারেন ওয়েবসাইট ডেভেলপার এর Job করতে পারেন ঘরে বসে।

ওয়েবসাইট ডেভেলপার এর আয় অনেকটাই ভালো তাই ঘরে বসে ইনকাম করতে গেলে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারেন।

জানুন : ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি? কত ইনকাম? 

৫. গ্রাফিক্স ডিজাইনার (Graphics Designer)

গ্রাফিক্স ডিজাইনের জব এর খুবই বেড়ে চলেছে ,বর্তমানে যেকোনো কাজ করতে গেলে গ্রাফিক্স ডিজাইনিং এর একটি সুন্দর ছবি থাকা দরকার পড়ে। তাই ঘরে বসে ইনকাম করার আরো একটি উপায় হলো গ্রাফিক্স ডিজানিং।

জানুন : গ্রাফিক্স ডিজাইন কি ? কোথায় শিখবেন ? চাকরি এর চাহিদা ও ভবিষ্যৎ?

৬. অনলাইন জিনিসবিক্রি করা

বর্তমান দিনে প্রায় সমস্ত কিছুই অনলাইনে হয়ে যাচ্ছে, এবং ধীরে ধীরে প্রায় সমস্ত ব্যবসা অনলাইনে চলে আসবে , তাই আপনিও অনলাইনে জিনিপত্র বিক্রি করতে পারেন।

যেমন amazon এ অথবা অন্য কোনো ভালো ওয়েবসাইটে জিনিসপত্রের ছবি আপলোড করে প্রচুর কাস্টমার পেতে পারেন।

৭. ড্রপশিপিং

প্রথমেই বলে রাখি আপনি যদি ড্রপশিপিং কি ? অথবা এটি সমন্ধে আপনার কোনোরকমের কোনো ধারণা (knowledge) না থাকে তাহলে :

পড়ুন: ড্রপশিপিং কি ? কিভাবে ইনকাম করতে পারবেন ঘরে বসে ড্রপসিপিং এর মাধ্যমে।

৮. ফেসবুক মার্কেটপ্লেস

ওপরে ফেসবুক মার্কেটপ্লেস এর ছবি দেওয়া হলো , আপনি দেখতে পাবেন প্রচুর ক্রেতা ও বিক্রেতা জিনিসপত্রের ads দিচ্ছে , পুরোনো জিনিস হতে পারে অথবা নতুন হতে পারে।

তাই আপনি চাইলেও একসঙ্গে অনেক প্রোডাক্ট সস্তাতে কিনে , কাস্টমার কে বিক্রি করতে পারবেন , ফেসবুকের মাধ্যমে।

৯. olx এ জিনিস resell করা

আমি নিজে olx থেকে কম দামে জিনিস কিনে ওই জিনিস পুনরায় ads দিয়ে বিক্রি করে টাকা ইনকাম করেছি। তাই চাইলে আপনিও করতে পারেন কোনো সস্তাতে ভালো জিনিস কিনে পুনরায় olx এ অথবা অন্য কোনোভাবে ওই জিনিস বিক্রি করে ইনকাম করা যেতে পারে।

আরো জানুন :


অনলাইনে ইনকাম করুন: ইন্টারনেটে ১৬ টি উপায়ে প্রচুর আয়
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *