ফেসবুকে আমার প্রোফাইল কে দেখছে, সেটা জানার সবচেয়ে সহজ উপায় কী?

অনেকসময় আমাদের মনে প্রশ্ন আসে কেউ কি আমার ফেসবুক প্রোফাইল টা ঘেঁটে ঘেঁটে আমার ফোটো দেখছে অথবা আমার প্রোফাইল দেখছে।

এটা যদি জানতে পারি তাহলে কে কেমন আমাকে নিয়ে ভাবে অথবা অন্য কোনো কারণ হিসেবেও বোঝা যেত।

আমার ফেসবুক প্রোফাইল কেউ দেখছে এটা কি বোঝা সম্ভব?

উত্তর হলো: না।

আপনি কোনোভাবেই জানতে পারবেন না আপনার ফেসবুক প্রোফাইল কে দেখছে ।

অনেকসময় কেউ যদি কেউকে পছন্দ করে তাহলে তার প্রোফাইল ঘেঁটে দেখে। তাই আমাদের খুবই জানতে ইচ্ছে করে , কেউ কি আমাদের প্রোফাইল ঘেঁটে দেখে।

কিন্তু ফেসবুক এরকম কোনো অপশন প্রোভাইড (Provide) করে না যার সাহায্যে দেখতে পাবেন।

শুধু তাই নয়, আপনি YouTube এ হয়তো ভিডিও দেখতে থাকতে পারেন, ওখানে হয়তো বলছে যে আপনি এভাবে আপনার প্রোফাইল কে দেখছে টা জানতে পারবেন। এগুলো সম্পূর্ণ ভুল।

শুধু তাই নয়, কোনরকমের যদি সফটওয়্যার অথবা ওয়েবসাইট এরকম claim করে তাহলে অতিও সম্পূর্ণভাবে ভুল।

কারণ ফেসবুক কোনোভাবেই চায়না কে আপনার প্রোফাইল দেখছে তা track করতে। এই দেয়া সম্পূর্ণ ফেসবুকের কাছে থাকে যা কোনো 3rd party সফটওয়্যার ও ওয়েবসাইটের মধ্যে পাওয়া যাবে না। যদি কোনো ওয়েবসাইট অথবা সফটওয়্যার এরকম ডেটা দেখানোর দাবি করে টা ভুল।

প্রাইভেসির কারণে ফেসবুক কোনোভাবে এই ডাটা share করে না।

কারণ ধরুন আমার প্রোফাইল কে দেখছে এটা যদি সবাই জানতে পেরে যায় তাহলে সবার কাছে খুবই লজ্জাজনক ব্যাপার হবে।

এরকম ক্ষেত্রে কেউই ফেসবুক ব্যাবহার করতে চাইবে না। তাই ফেসবুক কোনোভাবেই এরকম ডেটা share করে না।

ফেসবুক অফিসিয়ালি এটি সমন্ধে বলেছে: এরকম কোনো ফাকশন ফেসবুক প্রোভাইড করে না। এছাড়াও যদি কোনো 3rd party অ্যাপ এরকম সুবিধা প্রদান করার দাবি করে তাহলে আপনারা ওই অ্যাপটিকে রিপোর্ট করুন।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *