যদি আপনি সোলার কিনতে চান এবং ওই সোলার থেকে আগত DC বৈদ্যুতিক শক্তিকে ব্যাটারি এর মধ্যে স্টোর করে রাখতে চান তাহলে আপনাকে একটি সোলার চার্জার কন্ট্রোলার এর প্রয়োজন পড়বে।
যদিও সোলার চার্জ কন্ট্রোলার ছাড়ারও সরাসরি সোলার থেকে আগত DC ইলেক্ট্রিসিটি দিয়ে ব্যাটারী চার্জ করা সম্ভব। কিন্তু এতে ব্যাটারী খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যায়।
অর্থাৎ সোলার প্যানেল থেকে যদি ১৮ ভোল্টের ইলেকট্রিক শক্তি আসে এবং আপনার ব্যাটারী যদি ১২ ভোল্টের হয় তাহলে ১৮ ভোল্ট সরাসরি ব্যাটারিতে প্রবেশ করলে ব্যাটারীর মধ্যে থাকে cell খারাপ হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি।
তাই সোলার চার্জ কন্ট্রোলার লাগানো হয়।
সোলার চার্জ কন্ট্রোলার কেন ব্যবহার করা হয় ?
সোলার চার্জ কন্ট্রোলার এর কাজ হলো সোলার থেকে আগত ভোল্টেজ ও কারেন্ট কে রেগুলেট করে ব্যাটারী কে চার্জ করা। অর্থাৎ ভোল্টেজ কে কিছুটা কমিয়ে দে যার ফলে অধিক ভোল্টেজ এর কারণে ব্যাটারির cell নষ্ট না হয়।
এছাড়াও ব্যাটারী যাতে ওভারচার্জ না হয় , এটিও সোলার চার্জ কন্ট্রোলার করে থাকে।
এছাড়াও ব্যাটারী যাতে ওভারডিসচার্জ (Over discharge) না হয় , এটিও prevent করে সোলার চার্জ কন্ট্রোলার।
আরো জানুন : কম খরচে সোলারের মাধ্যমে মোবাইল চার্জ করবেন কিভাবে ?