মশা মারার ব্যাট কেনা উচিত? ভালো Racquet কেনার আগে যা দেখবেন

মশা মারার ব্যাট কেনা উচিত?

বর্তমানে বাজারে মশা মারার ব্যাট খুবই প্রচলিত কিন্তূ অনেকেরই প্রশ্ন আস্তে পারে, ওই ব্যাট টা কি কার্যকরী ?

এটির সমন্ধেকিছু তথ্য দেবো। যার ফলে আপনি বুঝতে পারবেন , মশা মারার ব্যাট কেনা লাভজনক না নয়।

মশা মারার ব্যাট কি?

মশা মারার ব্যাট হলো, ব্যাটারি চালিত বৈদ্যুতিক শক দেওয়ার মত একটি যন্ত্র।

এটি বিভিন্ন নামে পরিচিত , যেমন মশা মারার ব্যাট (Mosquito bat) অথবা মশা মারার রেকেট (Mosquito Racquet)

যার মাধ্যমে মশা মারা সম্ভব, খুব সহজেই।

কিভাবে Mosquito Racquet কাজ করে?

এটির মধ্যে ব্যাটারি ও বাটমিন্টন স্টিক (Badminton stick) এর মত দেখতে এবং ব্যাটের মাঝখানে ইলেকট্রিক তার (wire) লাগানো থাকে।

ইলেকট্রিক তার (wire) এর মধ্যে high voltage ইলেকট্রিক সরবহার করা হয় ব্যাটারির সাহায্যে।

ব্যাটারি টি ব্যাট টি ধরার কাছে থাকে।

যখনই আপনার আশেপাশে মশা আসে ওই Mosquito Racquet টি দিয়ে মশার আশে পাশে ঘোরালেই। ওই ব্যাটের মধ্যে ইলেকট্রিক তারে (wire) এ ধাক্কা লাগলেই শক খেয়ে যাবে।

যার ফলে মশা মেরে ফেলা সম্ভব। এবং এভাবে সহজেই ঘরের মধ্যে যদি খুব বেশি মশা থেকে যায় তাহলে ওগুলি কে মারতে পারেন। এবং সহজেই মশা থেকে মুক্তি পেতে পারেন।

মশা থেকে বাঁচার জন্য কি কি ব্যবহার করা হয়ে থাকে?

মশা থেকে বাঁচার জন্য বাড়িতে যেগুলি ব্যবহার করতে পারি সেগুলি হলো,

  • মশারী : এটি যেকোনো জায়গাতে টাঙিয়ে ব্যবহার করতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় থাকে এগুলি।
  • মশার তেল: এটিও প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে , এটি ব্যবহার করার জন্য ইলেকট্রিসিটি তে লাগিয়ে দিলে , ওই তেলের গন্ধে মশা গুলি পালিয়ে যায়।
  • মশা মারার ব্যাট: এটি নিয়েই কথা বলা হচ্ছে, এটি মশা মারার জন্য ব্যবহার করা হয়।
  • শরীরে মাখার ক্রিম: বাজারে মশার অনেক ক্রিম যাচ্ছে , যেগুলি মেখে নিলে মশা শরীরে আর বসবে না।
  • স্প্রে : স্প্রে ব্যবহার করেও মশা মারা যায়।
  • মশা মারার লাইট : বিভিন্ন রকমের লাইট পাওয়া যায় , ওই লাইটার ওপর বৈদ্যুতিক তার লাগানো থাকে। যখনি ওই লাইট এর চারপাশে মশা ঘুরতে থাকে , তখন ওই ইলেকট্রিক তারে লেগে মারা যায়।

সাধারণত মশারী , মশার তেল , মশা মারার ব্যাট ব্যবহার করা হয়ে থাকে।

মশা মারার ব্যাট কেনা উচিত না অনুচিত?

মশার Racquet তখনই কাজ করবে, যখন আপনি জেগে থাকবেন। এবং বন্ধ ঘরের মধ্যে। জেগে থাকা অবস্থায় মশা গুলিকে মেরে ফেলতে পারবেন মশার ব্যাট দিয়ে।

কিন্তু ঘুমিয়ে গেলে মশা চলে কোনোভাবে চলে আসে তাহলে আপনাকে আবার কামড়াতে পারে।

তাই আপনার ঘরে একবার মশা মেরে ফেলার পর ঘুমিয়ে পড়েন। আবার যদি মশা ঘরের মধ্যে ঢুকতে পারবে এরকম কোনো জায়গায় থাকেন তাহলে Mosquito Racquet খুব একটা সুবিধের নয়। অথবা আপনাকে মশারী কিম্বা মশার তেল আলাদা করে কিনে রাখতে হবে। যখন ঘুমোবেন তখন ওটা ব্যবহার করবেন।

কিন্তূ দাম অনুযায়ী মশার ব্যাট অনেক কাজের। কারণ এটি একবার কিনে ফেললে অনেকদিন ধরে আপনাকে অনেকটাই সুরক্ষা দেবে।

কোনো কাজ করছেন, খুব মশা তাহলে মশার ব্যাট খুবই কাজের। কিন্তূ মশার তেল বার বার কিনতে হবে যার খরচ অনেকটা বেশি হয়ে যায়।

তাই আমার মতে আপনি ঘুমনোর সময় সময় মশারী, তেল কিম্বা ক্রিম ব্যবহার করতে পারেন। এবং জেগে থাকা অবস্থায় Mosquito Racquet ব্যবহার করতে পারেন।

অথবা আপনার ঘরটিতে একবার মশা মারার পর যদি আর মশা না ঢোকে, তাহলে ব্যাট অনেক কাজের।

এছাড়াও বাড়ির বাইরে যেখানে কিছু মশা যদি সমস্যা করে। ওই সব জায়গাতেও মশার ব্যাট টি ব্যবহার করতে পারেন।

Mosquito Bat কেনার আগে কি দেখার প্রয়োজন?

অনেক সময়ই আমরা অনেক জিনিসপত্র কিনে ফেলি, পরে মনে হয় ঠিক জিনিসটা কিনলে ভাল হতো।

এর জন্য মশার bat কেনার আগে আপনাকে এই দুটি জিনিস দেখে নেওয়া উচিত ।

  • মশার Racquet এ যেনো Light লাগানো থাকে। যার ফলে অন্ধকারে মশা দেখতে পাবেন ও সহজেই মারতে পারবেন।
  • Racquet আকার যেনো বড়ো হয় , এর ফলে সহজেই মশা লেগে মারা যাবে।

আমি কিছু ভালো মশার ব্যাটের লিংক দিলাম। আপনি চাইলে অনলাইনে থেকে কিনতেও পারে। অথবা আপনার কাছের কোনো দোকানে গিয়েও কিনতে পারেন। কাছের দোকানে গিয়ে কিনলে সঠিক মশার ব্যাট টিকে বেছে নেবেন।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *