হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো কিভাবে? মেম্বার যুক্ত করা , invite লিংক শেয়ার করা

হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp group) বানানো খুবই সহজ। কয়েক সেকেন্ডের মধ্যেই WhatsApp গ্রুপ বানানো সম্ভব।

হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানোর জন্য প্রথমে আপনার মোবাইল হোয়াটসঅ্যাপ ইনস্টল থাকা উচিত।

যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নিন গুগল প্লে স্টোর থেকে।

স্টেপ ১:

হোয়াটসআপ টি খুলুন। WhatsApp এর ডানদিকে ওপরের কোণে ৩তে ডট এ ক্লিক করুন (নিচে ছবি দেওয়া হলো )

স্টেপ ২:

new Group লেখাতে ক্লিক করুন।

স্টেপ ৩:

ফোনের contact নম্বর গুলি দেখতে পাবেন , ওই নম্বরের মধ্যে যে যে নম্বর গুলিকে WhatsApp গ্রুপে রাখতে চান ওই নম্বর গুলিকে select করুন। গ্রপে নম্বর সিলেক্ট করার পর বাটনে ক্লিক করুন।

স্টেপ ৪:

গ্রূপের নাম লিখুন এবং বাটনে ক্লিক করুন।

স্টেপ ৫:

ব্যাস আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে ফেলেছেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন মেম্বার যুক্ত করবেন কিভাবে ?

WhatsApp Group এ new মেম্বার যুক্ত করা খুবই সহজ , নিচের স্টেপগুলি ফলো করুন।

স্টেপ ১:

নতুন মেম্বার যুক্ত করার জন্য গ্রুপের নামের ওপরে ক্লিক করুন।

স্টেপ ২:

Add participants অপশনে ক্লিক করুন। এবং আপনার ফোনের contact নম্বর গুলি দেখতে পাবেন। পছন্দ মতো নতুন মেম্বার অ্যাড করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে।

হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক শেয়ার করবেন কিভাবে ?

আমরা অনেকসময় ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপে join হওয়ার জন্য লিংক দেখতে পাই , ওই লিংক এ ক্লিক করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন।

আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক বানিয়ে শেয়ার করতে চান অর্থাৎ ওই লিংকের মাধ্যমে যে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে join হতে পারে। তাহলে নিচের স্টেপগুলি ফলো করুন:-

স্টেপ ১ :

নতুন মেম্বার যুক্ত করার জন্য গ্রুপের নামের ওপরে ক্লিক করুন।

স্টেপ ২:

Invite via link অপশনে ক্লিক করুন।

স্টেপ ৩ :

এরপর আপনি লিংকটি শেয়ার করার জন্য copy করতে পারেন, সরাসরি শেয়ার করতে পারেন , QR কোড শেয়ার করতে পারেন (অর্থাৎ QR code স্ক্যান করে WhatsApp গ্রুপে join হতে পারবে।

উপসংহার :

বন্ধুরা তাহলে আশাকরি আপনাদের সঠিক ভাবে বোঝাতে পেরেছি , যদি কোনোরকমের কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে গিয়ে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন মেম্বার জুড়তে গিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব শ্রীঘ্রই উত্তর দেব।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *