অনেকেই হয়তো শুনেছেন compounding Interest অথবা compounding return এরকম কোনো শব্দ। তাহলে জেনে নিন compounding রিটার্ন আসলে কি ?
সহজ ভাষায় , compounding Interest এর অর্থ হলো, আপনার আসল টাকার ওপরে যে সুদ পাবেন ওই সুদের টাকার ওপরেও সুদ পাবেন।
উদাহরণ : ধরুন আপনি (সাধারণ সুদের ক্ষেত্রে) বছরে ১০% সুদে ১০০ টাকা জমা রাখলেন। অর্থাৎ বছরে ১০ টাকা অতিরিক্ত পেলেন। এবং ওই ১০ % সুদ হিসেবে ১০ বছর পরে ১০০ টাকার পরিবর্তে ২০০ টাকা পাবেন।
কিন্তু , আপনি যদি compounding interest হিসেবে ১০০ টাকা জমা রাখেন ১০ বছরের জন্য। তাহলে আপনি যেভাবে সুদ পাবেন:-
বছর | টাকার পরিমান |
প্রথম বছর পরে | ১১০ |
২য় বছর পরে | ১২০ |
৩য় বছর পরে | ১৩৩.১০ |
চতুর্থ বছর পরে | ১৪৬.৪১ |
পঞ্চম বছর পরে | ১৬১.০৫ |
ষষ্ঠম বছর পরে | ১৭৭.১৬ |
৭ বছর পরে | ১৯৪.৮৭ |
৮ বছর পরে | ২১৪.৩৬ |
৯ বছর পরে | ২৩৫.৭৯ |
১০ বছর পরে | ২৫৯.৩৭ |
অর্থাৎ সাধারণ ১০% সুদে ১০ বছরের জন্য ১০০ টাকা রাখলে ২০০ টাকা হবে কিন্তু compounding সুদে ১০০ তাকে ২৫৯.৩৭ টাকা হয়ে যাবে।